জুমার দিনের গুরুত্ব ও ফযিলত-জুমার কেন সাপ্তাহের শ্রেষ্ঠদিন
আরো পড়ুনঃ জুমার দিনের দোয়া ও কবুলের সময়-জুমার দিনের আমল।
পোস্ট সূচিপত্র
জুমার দিন সম্পর্কে কতিপয় হাদিস
- মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসূল (স.) বলেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম।
- আমাদের প্রিয় নবী আল্লাহর রাসূল সাঃ বলেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর নিকট অধিক সম্মানিত। (ইবনে মাজাহ, হাদিস ১০৮৪)
- রাসূল সাল্লাল্লাহু সালাম এরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দরুদ শরীফ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ ১০৪৭
- রাসূল সাল্লাহু সাল্লাম হতে বর্ণিত, হযরত আবু হুরায়রাঃ বলেন, জুমার দিন সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন। এই দিনে হযরত আদম আলাইহিস সাল্লাম সৃষ্টি করা হয় এবং এই দিনে হযরত আদম (আঃ) কে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনে হযরত আদম আলাইহি ওয়া সাল্লাম কে জান্নাত থেকে বের করে দেওয়া হয় এবং এই দিন কেয়ামত সৃষ্টি হবে।
- মহানবী সাঃ এরশাদ করেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোন মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোন কল্যাণ কামনা আল্লাহ পূর্ণ করেন। বুখারী ৬৪০০
- পবিত্র কোরআনে আল্লাহ তা'আলা বলেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম বাদ দাও । এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা-০৯
- রাসূল সাল্লাহু সাল্লাম বলেন, মহান আল্লাহর কাছে জুমার দিনটি ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনের মতো শ্রেষ্ঠ দিন। এই দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদা সম্পন্ন। ইবনে মাজাহ- ১০৮৪
জুমার দিনের ফযিলত
জুমার নামাজ দুই রাকাত। ইমামের খুতবা কে যোহরের চার রাকাত ফরজ নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে। ক্রীতদাস, মহিলা, নাবালেক, বাদশা ও অসুস্থ ব্যক্তি এর চার প্রকার মানুষ ছাড়া সকল মুসলমানদের উপর নামাজ ফরজ করা হয়েছে।
রাসুল সালাম বলেছেন, যে ব্যক্তি কোন শরীয়ত সম্মত কারণ ছাড়া জুমার নামাজ বর্জন করবে তার নাম মুনাফিক হিসেবে লিপিবদ্ধ হবে। যা মুছে ফেলা হবে না এবং পরিবর্তন করা যাবে না। জুমার নামাজের গুরুত্ব স্বয়ং আল্লাহ তায়ালা দিয়েছেন। আল্লাহ তায়ালা জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে সূরা জুমার বলেন, হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আযান দেওয়া হয় আল্লাহর স্মরণে দ্রুত চলে এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝ।
অতঃপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ খোঁজ করো, যাতে তোমরা সফলকাম হও। তারা যখন কোন ব্যবসায়ী সুযোগ অথবা ক্রিড়াকৌতক দেখে তখন আপনাকে দাড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়। বলুন আল্লাহর কাছে যা আছে তা ক্রিড়াকৌতক ও ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহর সর্বোত্তম রিজিকদাতা। সূরা জুমা-০৯-১১
জুমার দিনের আরে কিছু ফযিলত রয়েছে ও শুক্রবার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে ।সেগুলো হচ্ছে --
- আগে আগে ঘুম থেকে উঠা
- বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করা
- আগে আগে মসজিদে যাওয়া
- দোয়া করা । কারণ এই দিনে দোয়া ও অধিক পরিমাণে কবুল হয়
- কাতার ভেঙ্গে সামনে না যাওয়া
- সূরা কাহাফ তেলাওয়াত করা
- গোসল করা
- সুগন্ধি ব্যবহার করা
- পায়ে হেঁটে মসজিদে যাওয়া
- খুতবার সময় নিশ্চুপ থাকা
জুমার দিনের গুরুত্ব
নবী করীম সাল্লাহু সাল্লাম দুইটি হাদিসে জুমার দিনে গুরুত্ব অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। হযরত আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে অজু করে জুমার সালাতে এসে ইমামের নিকটবর্তী হয়ে বসলো এবং নীরব মনোযোগ সহকারে খুতবা শুনল। তার এক জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের এবং আরও তিন দিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।
নবী কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম আরও ইরশাদ করেন, আউশ বিন আউজ আল শাখাফি রাদি আল্লাহ থেকে বর্ণিত, আমি নবীর কারীম (সাঃ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন সহবাস জনিত গোসল করলো এবং নিজে গোসল করলো এবং সকাল সকাল যানবাহন ছাড়া হেঁটে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসলো, মনোযোগ সহকারে খুতবা শুনলো। অনর্থক কিছু করল না তার জন্য প্রতি কদমে এক বছরের রোজা রাখা ও তার রাত জেগে সালাত পড়ার সমান নেকি দেওয়া হবে।
শুক্রবারের রাত ও দিনকে অন্য সব রাত দিন থেকে আলাদা মনে করা হয়। তার শ্রেষ্ঠ,ত্ব সম্মান ও উজ্জ্বলতার কারণে শুক্রবারের একটি অধিকার বা হক রয়েছে । তাই এর পবিত্রতা রক্ষা করতে হবে এবং আল্লাহর ইবাদতে কাটাতে হবে এবং নেক আমলের মাধ্যমে তার নিকটবর্তী হতে হবে এবং সমস্ত নিষিদ্ধ কাজ পরিত্যাগ করতে হবে। কারণ আল্লাহতালা এতে বরকত বাড়িয়ে দেন। সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুম্মার দিন সর্বোত্তম।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url