ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ফিচার- ভারত বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

 আর কিছুদিন পরেই শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেট বিশ্ব এখন সে উত্তেজনায় কাপছে। ক্রিকেটের সবচেয়ে বড় আসর এটি।  ক্রিকেটের তিন ফরমেট এর মধ্যে এটি হচ্ছে বড় ফরমেট ।যেটাকে অডিআই বিশ্বকাপ বলা হয়। এবারের বিশ্বকাপ আয়োজক হতে যাচ্ছে ভারত।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ফিচার-  ভারত বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

এটি আইসিসি বিশ্বকাপের ১৩তম আসর। এই আসর আয়োজন করার মধ্যে দিয়ে ভারত চতুর্থবারের মতো ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক হবার সৌভাগ্য লাভ করবে। এছাড়াও এবার ভারত প্রথমবারের মতো একক ভাবে ক্রিকেট প্রতিযোগিতাটি আয়োজন করবে। 

এর আগে ১৯৮৭ সালে পাকিস্তানের সাথে, ১৯৯৬ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে এবং ২০১১ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাথে যৌথভাবে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করেছিল ভারত। অনুষ্ঠিত হওয়া গত ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে ১৪ দলে অংশগ্রহণ থাকলেও ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১০টি দল নিয়ে। 

আইসিসির র‌্যাংকিং এ থাকা শীর্ষ আট দল (স্বাগতিক ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড) এবং অন্য দুটি দল বাঁচায় পর্ব প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণ করে দল দুটি হচ্ছে শ্রীলংকা ও নেদারল্যান্ড। ভারতের ১০ টি শহরের ভিন্ন দশটি স্টেডিয়ামে এবার বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে। প্রথম ও দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই এবং ইডেন গার্ডেন্স কলকাতা । আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলা হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুনঃ মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ার জানুন-যেভাবে মাহমুদুল্লাহ ক্রিকেট এলেন

পোস্ট সূচিপত্র

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ খেলার সময় সূচি

সকল খেলা স্থানীয় সময় IST ( UST+ ৫.৩০) অনুসারে |-

  • ৫ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, নরেন্দ্রমোদী স্টেডিয়াম, আহমেদাবাদ।
  • ৬ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, নেদারল্যান্ডস বনাম পাকিস্তান, রাজীব গান্ধী আন্তর্জাতিক  ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ।
  • ৭ অক্টোবর ২০২৩ । সকাল ১০.৩০ টা থেকে, আফগানিস্তান বনাম বাংলাদেশ , হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা  স্টেডিয়াম, ধর্মশালা।
  • ৭ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, দক্ষিন আফ্রিকা বনাম  শ্রীলংকা, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী।
  • ৮ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে,  ভারত বনাম অস্ট্রেলিয়া, এম এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই।
  • ৯ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ড, রাজীব গান্ধী আন্তর্জাতিক  ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ।
  • ১০ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, বাংলাদেশ বনাম ইংল্যান্ড, হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা  স্টেডিয়াম, ধর্মশালা।
  • ১১ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে,  আফগানিস্তান বনাম ভারত,  অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী।
  • ১২ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, পাকিস্তান বনাম শ্রীলংকা, রাজীব গান্ধী আন্তর্জাতিক  ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ।
  • ১৩ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, অস্ট্রেলিয়া বনাম দক্ষিন আফ্রিকা,  বিআরএসএবিভি একনা ক্রিকেট স্টেডিয়াম, লক্ষ্মৌ
  • ১৪ অক্টোবর ২০২৩ । সকাল ১০.৩০ থেকে, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, এম এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই।
  • ১৪ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, ভারত বনাম পাকিস্তান, এম এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই।
  • ১৫ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, ইংল্যান্ড বনাম আফগানিস্তান, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী।
  • ১৬ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে,  আস্ট্রেলিয়া বনাম  শ্রীলংকা,  বিআরএসএবিভি একনা ক্রিকেট স্টেডিয়াম, লক্ষ্মৌ
  • ১৭ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে,  দক্ষিণ আফ্রিকা বনাম  নেদারল্যান্ডস, হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা  স্টেডিয়াম, ধর্মশালা।
  • ১৮ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড, এম এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই।
  • ১৯ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, বাংলাদশে বনাম ভারত, মহারাষ্ট্র ক্রিকেট এসোচিয়েশন স্টেডিয়াম, পুনে।
  • ২০ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, এম চিন্নাস্বামী  স্টেডিয়াম, বেঙ্গালূরু।
  • ২১ অক্টোবর ২০২৩ । সকাল ১০.৩০ থেকে, নেদারল্যান্ডস বনাম শ্রীলংকা, বিআরএসএবিভি একনা ক্রিকেট স্টেডিয়াম, লক্ষ্মৌ
  • ২১ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই।
  • ২২ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, ভারত বনাম  নিউজিল্যান্ড, হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা  স্টেডিয়াম, ধর্মশালা।
  • ২৩ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, আফগানিস্তান বনাম পাকিস্তান, এম এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই।
  • ২৪ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, বাংলাদশে বনাম  দক্ষিণ আফ্রিকা, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই।
  • ২৫ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে,  আস্ট্রেলিয়া বনাম  নেদারল্যান্ডস, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী।
  • ২৬ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে,  ইংল্যান্ড বনাম  শ্রীলঙ্কা,  এম চিন্নাস্বামী  স্টেডিয়াম, বেঙ্গালূরু।
  • ২৭ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা,  এম এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই।
  • ২৮ অক্টোবর ২০২৩ । সকাল ১০.৩০ থেকে, অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা  স্টেডিয়াম, ধর্মশালা।
  • ২৮ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে,  বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস,  ইডেন গার্ডেন্স, কলকাতা।
  • ২৯ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা  থেকে, ভারত বনাম ইংল্যান্ড, বিআরএসএবিভি একনা ক্রিকেট স্টেডিয়াম, লক্ষ্মৌ
  • ৩০ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা  থেকে, আফগানিস্তান বনাম নেদারল্যান্ডস, মহারাষ্ট্র ক্রিকেট এসোচিয়েশন স্টেডিয়াম, পুনে।
  • ৩১ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা  থেকে, পাকিস্তান বনাম বাংলাদেশ, ইডেন গার্ডেন্স, কলকাতা।
  • ১ নভেম্বর ২০২৩ । দুপুর ২ টা  থেকে, নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, মহারাষ্ট্র ক্রিকেট এসোচিয়েশন স্টেডিয়াম, পুনে।
  • ২ নভেম্বর ২০২৩ । দুপুর ২ টা  থেকে, ভারত বনাম শ্রীলংকা, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই।
  • ৩ নভেম্বর ২০২৩ । দুপুর ২ টা  থেকে, আফগানিস্তান বনাম নেদারল্যান্ডস, বিআরএসএবিভি একনা ক্রিকেট স্টেডিয়াম, লক্ষ্মৌ
  • ৪ নভেম্বর ২০২৩ ।  সকাল ১০.৩০ থেকে, পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, এম চিন্নাস্বামী  স্টেডিয়াম, বেঙ্গালূরু।
  • ৪ নভেম্বর ২০২৩ । দুপুর ২ টা থেকে, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ।
  • ৫ নভেম্বর ২০২৩ । দুপুর ২ টা  থেকে, ভারত বনাম  দক্ষিণ আফ্রিকা,  ইডেন গার্ডেন্স, কলকাতা।
  • ৬ নভেম্বর ২০২৩ । দুপুর ২ টা  থেকে, বাংলাদেশ বনাম শ্রীলংকা,  অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী।
  • ৭ নভেম্বর ২০২৩ । দুপুর ২ টা  থেকে,  অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই।
  • ৮ নভেম্বর ২০২৩ । দুপুর ২ টা  থেকে,  ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস,  মহারাষ্ট্র ক্রিকেট এসোচিয়েশন স্টেডিয়াম, পুনে।
  • ৯ নভেম্বর ২০২৩ । দুপুর ২ টা  থেকে, নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা, এম চিন্নাস্বামী  স্টেডিয়াম, বেঙ্গালুরু।
  • ১০ নভেম্বর ২০২৩ । দুপুর ২ টা  থেকে,  আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ।
  • ১১ নভেম্বর ২০২৩ । সকাল ১০.৩০ থেকে,  অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, মহারাষ্ট্র ক্রিকেট এসোচিয়েশন স্টেডিয়াম, পুনে।
  • ১১ নভেম্বর ২০২৩ । দুপুর ২ টা  থেকে,  ইংল্যান্ড বনাম পাকিস্তান, ইডেন গার্ডেন্স, কলকাতা।
  • ১২ নভেম্বর ২০২৩ । দুপুর ২ টা  থেকে,  ভারত বনাম নেদারল্যান্ডস, এম চিন্নাস্বামী  স্টেডিয়াম, বেঙ্গালুরু।
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ফিচার-  ভারত বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

এক নজরে বাংলাদেশের ম্যাচগুলো

  • ৭ অক্টোবর ২০২৩ । সকাল ১০.৩০ টা থেকে, আফগানিস্তান বনাম বাংলাদেশ , হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা  স্টেডিয়াম, ধর্মশালা।
  • ১০ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, বাংলাদেশ বনাম ইংল্যান্ড, হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা  স্টেডিয়াম, ধর্মশালা।
  • ১৪ অক্টোবর ২০২৩ । সকাল ১০.৩০ থেকে, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, এম এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই।
  • ১৯ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, বাংলাদশে বনাম ভারত, মহারাষ্ট্র ক্রিকেট এসোচিয়েশন স্টেডিয়াম, পুনে।
  • ২৪ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে, বাংলাদশে বনাম  দক্ষিণ আফ্রিকা, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই।
  • ২৮ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা থেকে,  বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস,  ইডেন গার্ডেন্স, কলকাতা।
  • ৩১ অক্টোবর ২০২৩ । দুপুর ২ টা  থেকে, পাকিস্তান বনাম বাংলাদেশ, ইডেন গার্ডেন্স, কলকাতা।
  • ৬ নভেম্বর ২০২৩ । দুপুর ২ টা  থেকে, বাংলাদেশ বনাম শ্রীলংকা,  অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী।
  • ১১ নভেম্বর ২০২৩ । সকাল ১০.৩০ থেকে,  অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, মহারাষ্ট্র ক্রিকেট এসোচিয়েশন স্টেডিয়াম, পুনে।

বিশ্বকাপ ট্রফি বিজয়ী দলসমূহ

  • ১৯৭৫ সালের ১ম বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী দল ওযেস্ট ইন্ডিজ।
  • ১৯৭৯ সালের  ২য় বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী দল ওযেস্ট ইন্ডিজ।
  • ১৯৮৩ সালের  ৩য় বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী দল ভারত।
  • ১৯৮৭ সালের  ৪র্থ বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী দল  অস্ট্রেলিয়া
  • ১৯৯২ সালের ৫ম বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী দল পাকিস্তান।
  • ১৯৯৬ সালের  ৬ষ্ঠ বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী দল  শ্রীলংকা।
  • ১৯৯৯ সালের  ৭ম বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী দল অস্ট্রেলিয়া।
  • ২০০৩ সালের  ৮ম বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী দল অস্ট্রেলিয়া।
  • ২০০৭ সালের  ৯ম বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী দল অস্ট্রেলিয়া।
  • ২০১১ সালের  ১০ম বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী দল ভারত।
  • ২০১৫ সালের  ১১ম বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী দল অস্ট্রেলিয়া।
  • ২০১৯ সালের  ১২ম বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী দল ইংল্যান্ড।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url