এশিয়া কাপ-২০২৩ সময়সূচি ও স্কোয়াড-এশিয়া কাপ সূচনার ইতিহাস ।

 ক্রিকেটের বড় বড় জনপ্রিয় আসরগুলোর মধ্যে এশিয়া কাপ অন্যতম একটি বড় আসর। এশিয়া কাপ এশিয়া ক্রিকেট কাউন্সিল দ্বারা পরিচালিত হয়। এশিয়া মহাদেশের দেশগুলো নিয়ে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ।

এশিয়া কাপ-২০২৩ সময়সূচি ও স্কোয়াড-এশিয়া কাপ সূচনার ইতিহাস ।

কয়েক বছর পূর্বে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা কে নিয়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হতো। এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত বলে সমালোচনা করত এটাকে দক্ষিণ এশিয়া কাপ বলে। পরবর্তী সময়ে আফগানিস্তান এশিয়া কাপে অংশগ্রহণ করায় এই সমালোচনা থেকে মুক্তি মেলে।

 বর্তমানে ২০২৩ সালের এশিয়া কাপে নেপাল অন্তর্ভুক্ত হয়েছে। ফলে অংশগ্রহণ দলের সংখ্যা দাঁড়ায় ৬ এ। ক্রিকেট খেলা দক্ষিণ এশিয়ার মানুষের কাছে বেশ জনপ্রিয়। ১৬ তম বারের মতো এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আজকে এশিয়া কাপ ২০২৩ এর খুঁটিনাটি বিষয় সম্বন্ধে বিস্তারিত জানবো।

পোস্ট সূচিপত্র

এশিয়া কাপ কবে শুরু হয়

এশিয়া কাপ ১৯৮৪ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে দিয়ে সূচনা হয়। ১৯৮৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৫ বারের মত এশিয়া কাপের আসর বসেছে। অনুষ্ঠিত হওয়া এ আসরগুলো ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছে। মূলত আসন্ন বিশ্বকাপ কে কেন্দ্র করে এশিয়া কাপের ফরম্যাট অনুষ্ঠিত হয়। যেমনটা ২০২৩ সালের অক্টোবরে ভারতে ওডিআই বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ অনুষ্ঠিত হবে সে অনুযায়ী এবারের এশিয়া কাপ ওডিআই ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

কোন দেশ কতবার জিতেছে

ভারত জিতেছে ৭ বার, পাকিস্তান জিতেছে ২ বার ও শ্রীলংকা জিতেছে ৬ বার।
  • প্রথম আসর ১৯৮৪ সালে আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। সেখানে ভারত চ্যাম্পিয়ন হয় এবং শ্রীলংকা রানার্সআপ হয়।
  • ১৯৮৬ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়। সেখানে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয় এবং পাকিস্তান রানার্সআপ হয়।
  • ১৯৮৮ সালে বাংলাদেশে এশিয়া কাপের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়। সেখানে ভারত চ্যাম্পিয়ন হয় এবং শ্রীলংকা রানার্সআপ হয়।
  • ১৯৯১ সালে বাংলাদেশে এশিয়া কাপের চতুর্থ আসর অনুষ্ঠিত হয়। সেখানে ভারত চ্যাম্পিয়ন হয় এবং শ্রীলংকা রানার্সআপ হয়। 
  • ১৯৯৫ সালে আরব আমিরাতে এশিয়া কাপের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। সেখানে ভারত চ্যাম্পিয়ন হয় এবং শ্রীলংকা রানার্সআপ হয়। 
  • ১৯৯৭ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়। সেখানে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয় এবং ভারত রানার্সআপ হয়। 
  • ২০০০ সালে বাংলাদেশে এশিয়া কাপের সপ্তম আসর অনুষ্ঠিত হয়। সেখানে পাকিস্তান চ্যাম্পিয়ন হয় এবং শ্রীলংকা রানার্সআপ হয়। 
  • ২০০৪ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপের অষ্টম আসর অনুষ্ঠিত হয়। সেখানে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয় এবং ভারত রানার্সআপ হয়। 
  • ২০০৮ সালে পাকিস্তানে এশিয়া কাপের নবম আসর অনুষ্ঠিত হয়। সেখানে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয় ও ভারত রানার্সআপ হয়। 
  • ২০১০ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপের দশম আসর অনুষ্ঠিত হয়। সেখানে ভারত চ্যাম্পিয়ন হয় এবং শ্রীলংকা রানার্সআপ হয়। 
  • ২০১২ সালে বাংলাদেশে এশিয়া কাপের ১১তম আসর অনুষ্ঠিত হয়। সেখানে পাকিস্তান চ্যাম্পিয়ন হয় এবং বাংলাদেশ রানার্সআপ হয়। 
  • ২০১৪ সালে বাংলাদেশে এশিয়া কাপের ১২তম আসর অনুষ্ঠিত হয়। শ্রীলংকা চ্যাম্পিয়ন হয় এবং পাকিস্তান রানার্সআপ হয়। 
  • ২০১৬ সালে বাংলাদেশে এশিয়া কাপের ১৩তম আসর অনুষ্ঠিত হয়। সেখানে ভারত চ্যাম্পিয়ন হয় এবং বাংলাদেশ রানার্সআপ হয়।
  • ২০১৮ সালে আরব আমিরাতে এশিয়া কাপের ১৪তম আসর অনুষ্ঠিত হয়। সেখানে ভারত চ্যাম্পিয়ন হয় এবং বাংলাদেশ রানার্সআপ হয়।
  • ২০২২ সালে আরব আমিরাতে এশিয়া কাপের ১৫ তম আসর অনুষ্ঠিত হয়। সেখানে শ্রীলংকা চ্যাম্পিয়ন হয় এবং পাকিস্তান রানার্সআপ হয়।

এশিয়া কাপ ২০২৩ ভারতের স্কোয়াড

রোহিত শর্মা, (অধিনায়ক) শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, শারদুল ঠাকুর, কে এল রাহুল, মোহম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, ঈশান কিসান, জাসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ।

এশিয়া কাপ ২০২৩  পাকিস্তানের স্কোয়াড

বাবর আজম, (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, ইফতিকার আহমেদ, ইমামুল হক, মোহাম্মাদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রেজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, আগা সালমান, উসামা মীর, শাহেনশা আফ্রীদি ও তাইয়েব তাহের।

এশিয়া কাপ ২০২৩  বাংলাদেশের স্কোয়াড

সাকিব আল হাসান, (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হাসান শান্ত, তানজিব হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী ও এবাদত হোসেন।

এশিয়া কাপ ২০২৩ আফগানিস্তানের স্কোয়াড

হাসমত উল্লাহ শহিদী, (অধিনায়ক), রহমতুল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, করিম জানাত, , হযরত উল্লাহ জাজাই, নজিবুল্লাহ জাদরান, আজমত উল্লাহ ওমর জাই , মুজিবুর রহমান, মোহাম্মদ নবী, ফজলুল হক ফারুকী, রশিদ খান, ফরিদ আহমেদ মালিক, নুর আহমেদ, নাবিন উল হক, সামিউল্লাহ শেনওয়ারী, আফসার জাযাই, নিজাত মাসুদ ,শরফুদ্দিন আশরাফ ও কায়েস আহমেদ।

এশিয়া কাপ ২০২৩  শ্রীলংকার স্কোয়াড

দাসুন শানাকা, (অধিনায়ক), পথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালংকা, ভানুকা রাজাপাকশে, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থেকশানা দুশমান্থা চামেরা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দানুশকা গুনাথালিকা, দিনেশ চান্দিমাল, জেফরি ভান্ডারসে, প্রবীন জয়াভিক্রমানা, মাদরাসানা, ডি সিলভা, নুওয়ানিদু ফার্নান্দো।

এশিয়া কাপ ২০২৩ নেপালের স্কোয়াড

রোহিত পাউডেল, (অধিনায়ক), জ্ঞানেন্দ্র মাল্লা, দেব খানাল, ভীম শারকি, আরিফ শেখ, সুন্দীপ জোরা,  কুশল ভুর্টেল, আসিফ শেখ, প্রতিশ জিসি, গুলসান ঝা, কমল সিং, অর্জুন সৌদ, সোমপাল কামি, সন্দীপ লামিছনে, মৌসুম ধাকাল, ললিত রাজবংশী, কিশোর মাহাতো, সূর্য তামাং, দীপেন্দ্র সিং আইরি ও করণ কেসি।

এশিয়া কাপের সময়সূচি 2023

গ্রুপ এ -  পাকিস্তান, ভারত ও নেপাল।
গ্রুপ বি- বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান।
  • আগষ্ট ৩০, বুধবার, বিকাল ৩.৩০ মিনিটে- পাকিস্তান বনাম নেপাল। মুলতান ক্রিকেট স্টেডিয়াম, মুলতান, পাকিস্তান।
  • আগষ্ট ৩১, বৃহস্পতিবার, দুপুর ১ টা -বাংলাদশে বনাম শ্রীলংকা।  পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি, শ্রীলংকা।
  • সেপ্টেম্বর ২, শনিবার, দুপুর ১ টা - ভারত বনাম পাকিস্তান। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি, শ্রীলংকা।
  • সেপ্টেম্বর ৩ , রবিবার, দুপুর ১.৩০ টা   - বাংলাদেশ বনাম  আফগানিস্তান।  গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর , পাকিস্তান।
  • সেপ্টেম্বর ৪ , সোমবার, দুপুর ১ টা  - ভারত বনাম নেপাল। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি, শ্রীলংকা।
  • সেপ্টেম্বর ৫ , মঙ্গলবার, দুপুর ৩.৩০ টা  - আফগানিস্তান বনাম শ্রীলংকা।  গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর , পাকিস্তান।
  • সেপ্টেম্বর ৬ , বুধবার  দুপুর ২ টা  -  এ১ বনাম  বি২।  গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর , পাকিস্তান।
  • সেপ্টেম্বর ৯ , শনিবার,  দুপুর ২ টা -  বি১ বনাম  বি২।  রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো।
  • সেপ্টেম্বর ১০ , রবিবার  দুপুর ২ টা  -  এ১ বনাম এ২।  রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো।
  • সেপ্টেম্বর ১২ , মঙ্গলবার,  দুপুর ২ টা  - বি১ বনাম এ২। রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো।
  • সেপ্টেম্বর ১৪ , বৃহস্পিতিবার,  দুপুর ২ টা  - এ১ বনাম  বি১।  রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো।
  • সেপ্টেম্বর ১৫ , শুক্রবার,  দুপুর ২ টা - এ২ বনাম বি২।  রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো।
  • সেপ্টেম্বর ১৭ ,রবিবার, দুপুর ২ টা  -সুপার ফোর-১ বনাম সুপার ফোর-২।  রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url