এক ক্লিকে জানুন নামাযের ভিতর ও বাহিরে ১৩টি ফরযের বর্ণনা।

ঈমান, নামাজ, রোজা, হজ ও যাকাত এই পাঁচটি হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয়। পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমদের জন্য ফরজ করা হয়েছে।

নামাজকে বলা হয় বেহেস্তের চাবি। নামাজ ছাড়া কেউ বেহেস্তে প্রবেশ করতে পারবে না। মুসলমানদের জীবনে নামাজের গুরুত্ব অপরিসীম। আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ না পড়লে কঠিন শাস্তি ভোগ করতে হবে । তাই প্রত্যেক মুসলমানের উচিত সঠিক সময়ে ,সঠিক নিয়মে নামাজ আদায় করা। 

নামাজ আদায়ের ক্ষেত্রে অনেক নিয়ম কানুন রয়েছে। নামাজের মধ্যে ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল ও মোস্তাহাব রয়েছে। আমরা আজ আলোচনা করব নামাজের ফরয নিয়ে। তার আগে বলে নেই ফরজ মানে বাধ্যতামূলক অর্থাৎ আবশ্যক এবং যেটা বঙ্গ করলে নামাজ আদায় হবে না।

আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তারা অনেকেই নামাজের ফরজ কাজগুলো সম্পর্কে অবগত নই ।ফলে আমাদের নামাজ সঠিকভাবে আদায় হয় না। আজকের টপিক জুড়ে থাকবে নামাজের ফরজ কয়টি ও কি কি এবং  নামাজের ভিতরের ফরজ এবং বাইরের ফরজ সম্পর্কে বিস্তারিত আলোচনা।

আরো পড়ুনঃ ফরয গোসল না করার শাস্তি-ফরয গোসল করার নিয়ম।

নামাযের ফরজসমূহ

নামাজের মধ্যে সর্বমোট ১৩ টি ফরজ রয়েছে। এর মধ্যে নামাজের ভেতরে রয়েছে ছয়টি ফরজ এবং নামাজের বাইরে রয়েছে সাতটি ফরজ।

যে ফরজ গুলো নামাজের ভিতরে আদায় করতে হয় সেগুলোকে নামাজের ভিতরে ফরজ বা আরকান বলা হয় এবং যে ফরজগুলো নামাজের বাহিরে আদায় করতে হয় অর্থাৎ নামাজ শুরু করার পূর্বেই আদায় করতে হয় সেগুলোকে আহকাম বলা হয়। 

নামাজের ৬টি আরকান সমূহ

১. তাকবীরে তাহরীমা বলা

অর্থাৎ নামাজ শুরু করার সময় "আল্লাহু আকবার" বলে নামাজ শুরু করা।

২. কিয়াম পালন করা। 

কিয়াম মানে নামাজের জন্য সোজা হয়ে দাঁড়ানো। ফরজ ও ওয়াজিব নামাজ দাড়িয়ে পড়া উত্তম। পবিত্র কোরআন মাজীদে, মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। সূরা বাকারা, আয়াত: ২৩৮

৩. কেরাত পাঠ করা। 

সুরা ফাতেহা পাঠ করার পর সাথে যে কোন সূরা মিলিয়ে পড়তে হবে। এ সম্পর্কে মহান আল্লাহ তায়ালা বলেন, বলেন "তোমরা কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু পড়" সূরা মুজাম্মিল

৪. রুকু করা

প্রত্যেক রাকাতে একবার রুকু করা ফরজ। রুকু হতে সোজা হয়ে দাঁড়াবে আবার সেজদা পর্যন্ত যাবে এবং মাথা আর পিঠ সমান হবে । বসে নামাজ পড়লে কপাল হাটু পর্যন্ত নিয়ে নিতে হবে। সূরা বাকারার আয়াতঃ ৪৩

৫. সঠিকভাবে সেজদা করা। 

প্রতি রাকাতে দুইবার সেজদা দেওয়া ফরয। সিজদার সময় কপাল মাটিতে রাখতে হবে। আল্লাহ তায়ালা বলেন, হে ঈমানদারগণ! তোমরা সেজদা করো। সূরা হজ্জ্ব আয়াতঃ ৭৭

৬ . শেষ বৈঠকে নামায শেষ করা  

নামাজের শেষ রাকাতে বসে তাশাহুদ, দুরুদ শরীফ ও দোয়া করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় বসে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ আদায় শেষ করা।


নামাযের আহকাম ৭টি সমূহ

১. শরীর পাক

নামাজের বাহিরে ফরজ কাজ গুলোর মধ্যে সর্বপ্রথম শরীর পাক রাখার ঘোষণা করা হয়েছে। পবিত্র বা শরীর পাক না থাকলে নামাজ আদায় হবে না। তাই নামাজ আদায় করার পূর্বে শরীর পাক ও পবিত্র করতে হবে। সূরা মায়েদা আয়াতঃ ৬

 ২. কাপড় পাক

নামাজের ফরজের পরবর্তী ফরজ কাজটি হচ্ছে পোশাক পরিচ্ছেদ পাক ও পবিত্র। নামাজ শুরু করার পূর্বে পোশাক বা কাপড় পবিত্র হতে হবে। কোন নাপাকি লেগে থাকলে নামাজ আদায় হবে না । সূরা মুদ্দাসসির আয়াতঃ ৪

৩. নামাযের জায়গা পাকা

নামাজ আদায়ের অবশ্যই স্থান পাক ও পবিত্র হতে হবে। অপবিত্র স্থানে নামাজ আদায় করলে নামাজ হবে না। সূরা বাকারা আয়াতঃ ১২৫

৪. সতর ঢাকা  

পুরুষের ক্ষেত্রে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং মহিলাদের জন্য চেহারা, দুই হাতের কব্জি এবং পায়ের পাতা পর্যন্ত ডেকে দিতে হবে। মনে রাখতে হবে মেয়েদের ক্ষেত্রে সম্পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে।

৫. কিবলামুখী হওয়া

নামাজ আদায়ের ক্ষেত্রে কিবলামুখী বা পবিত্র কাবা শরীফের সম্মুখ হতে হবে। সূরা বাকারা আয়াত ১৪৪

৬. সঠিক সময়ে নামায আদায় করা

পাঁচ ওয়াক্ত নামাজের জন্য সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়েছে। তাই সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে। সূরা নিসা আয়াত ১০৩

 ৭.  নামাযের নিয়ত করা

প্রতিটি কাজ বা আমল করার পূর্বে নিয়ত করতে হয়। ঠিক তেমনি নামাজ শুরু করার পূর্বে নামাজের নিয়ত করা ফরজ। নিয়ত ছাড়া নামাজ আদায় করলে নামাজ হবে না।

আজকের পোষ্টের মাধ্যমে আমরা নামাজের আহকাম ও আরকান বা নামাজের ভিতরের ও বাহিরের ফরজগুলো সম্পর্কে জেনেছি। আমরা চেষ্টা করব আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজে যেন আমাদের কোন ফরজ ভুল না হয়। নামাজে একটি মাত্র ফরজ ভুল হলে বা সঠিকভাবে আদায় না হলে নামাজ আদায় হবে না। মহান আল্লাহ আমাদের এগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক । আমিন।।।

আরো পড়ুনঃ নামায মাকরূহ হওয়ার ৫০টি কারন-যেসব কারনে নামায মাকরূহ হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url