নামায ভঙ্গের কারন সমূহ-যে কারনে নামায কবুল হয়না।
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
নামাজ একটি ফরজ ইবাদত। নামাজ আমাদের মুসলমানদের উপর ফরজ করা হয়েছে । আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি অথচ আমাদের মধ্যে অনেকেই জানেনা নামাজ ভঙ্গের কারণ গুলি সম্পর্কে । যার ফলে আমাদের প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সত্ত্বেও আল্লাহর দরবারে কবুল হয় না।
তাই নামাজ পড়ার পাশাপাশি নামাজ ভঙ্গের কারণ গুলো সম্পর্কে আমাদের জানা আবশ্যক। তাহলে আমরা সাবধান হতে পারব এবং আমাদের নামাজ শুদ্ধ হবে। আজকের টপিকস জুড়ে আমরা আলোচনা করেছি নামাজ ভঙ্গের কারণগুলি সম্পর্কে। নামাজ ভঙ্গের ১৯ টি কারণ রয়েছে। নিচে ১৯ টি কারণ বিষদভাবে আলোচনা করা হয়েছে।
নামায ভঙ্গের ১৯টি কারন
১. নামাজ অশুদ্ধ পড়া। নামাজে কেরাত পড়ার সময় অর্থাৎ কোরআনের আয়াত অশুদ্ধ হওয়ার কারণে যদি অর্থ ও উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা হয়ে যায় তাহলে নামাজ হবে না।
২. নামাজের সময় কথা বলা। নামাজের সময় কোন প্রকার কথা বললে নামাজ ভেঙ্গে যাবে । সেটা হোক এক অক্ষর কিংবা তার চেয়ে বেশি।
৩. কোন লোককে সালাম দেওয়া। নামাজরত অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না। সালাম দিলে নামাজ ভেঙ্গে যাবে।
৪. নামাজরত অবস্থায় কেউ সালামের উত্তর দিতে পারবে না। নামাজরত অবস্থায় যদি কেউ সালামের উত্তর দেয়, তাহলে সাথে সাথে তার নামাজও ভেঙ্গে যাবে।
৫. নামাজের মধ্যে শব্দ করা। নামাজের ভিতরে কোন প্রকার বা উহ! আহ! এরকম কোন সাউন্ড করা যাবে না। সেটা অসুস্থ বা ব্যাথজনিত হোক তবুও করা যাবে না।
৬. বিনা অজুরে কাশি দেওয়া যাবে না। কেউ যদি অপ্রয়োজনে বা ইচ্ছাকৃতভাবে নামাজের মধ্যে কাশি দেয় তাহলে তার নামাজ হবে না।
৭. আমলে কাছির করা। আমলে কাছির করা সম্পর্কে বিভিন্ন আলেমদের বিভিন্ন মতামত রয়েছে। সবচেয়ে বিশুদ্ধতম মতামত হচ্ছে, নামাজরত অবস্থায় শরীরের কোন অঙ্গভঙ্গি এমন করা যাবে না। যেমন এমন কোন কাজে লিপ্ত না হওয়া। যার কারণে দূর থেকে কেউ দেখলে সে যেন মনে না করে ওই ব্যক্তি নামাজরত অবস্থায় নেই।
৮. বিপদে কিংবা বেদনায় শব্দ করে কাঁদা। দুনিয়ার কোন বিপদ-আপদের কথা স্মরণ করে এবং শব্দ করে কান্না করলে নামাজ হবে না।
৯. তিন তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা। নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত শরীরে কোন স্থান যদি তিন তাসবিহ পরিমাণ সময় অর্থাৎ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তিনবার পড়তে যে সময় লাগে ততটুকু সময় সতর খোলা থাকে তাহলে তার নামাজ ভেঙ্গে যাবে।
১০. মুক্তাদী ব্যতীত অপর মুসুল্লি লোকমা দেওয়া। ইমাম সাহেব নামাজে ভুল করলে মুক্তাদী ছাড়া অর্থাৎ যারা ইমাম সাহেবের পিছনে নামাজরত রয়েছে তাদের মুক্তাদী বলা হয়। তারা ব্যতীত অন্য কারো থেকে লোকমা নিলে অর্থাৎ ভুল সংশোধন নেওয়া হলে নামাজ হবে না।
১১. কোন সুসংবাদ বা দুঃসংবাদ পাওয়ার পর যদি নামাজরত অবস্থায় দুঃসংবাদ বা সুসংবাদে উত্তর দেওয়া হয় তাহলে তার নামাজ হবে না।
১২. নাপাক জায়গায় যদি কেউ নামাজরত অবস্থায় সিজদা দেয়, তাহলে তার নামাজ হবে না। তবে আশেপাশে যদি নাপাক জায়গা থাকে কিন্তু নামাযের স্থান বা সিজদার স্থান যদি পবিত্র থাকে তাহলে নামাজের সমস্যা হবে না।
১৩. কিবলার দিক হইতে সিনা ঘুরে গেলে নামাজ হবে না। যদি কোন কারণে কিবলার দিক হতে সিনা ঘুরে যায় অর্থাৎ বুক কিবলা দিক হতে সরে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে ।
১৪. নামাজে কুরআন শরীফ দেখে দেখে পড়া। নামাজে কোরআন শরীফ দেখে দেখে কেরাত পড়লে অর্থাৎ কোরআন শরীফ দেখে সূরা পড়লে নামাজ ভেঙ্গে যাবে।
১৫. নামাজের মধ্যে শব্দ করে হাসলে নামাজ ভেঙ্গে যাবে। নামাজে যদি কেউ ইচ্ছাকৃত শব্দ করে হাসে তাহলে তার নামাজ ভেঙ্গে যাবে।
১৬. নামাজে দুনিয়াবী কোন কিছু প্রার্থনা করা। নামাজরত অবস্থায় আল্লাহ তায়ালার কাছে দুনিয়াবী কোন কিছু প্রার্থনা করলে অর্থাৎ টাকা পয়সা, ধন সম্পদ ইত্যাদি মোটকথা দুনিয়ার কোন কিছুর প্রার্থনা করলে নামাজ হবে না ।
১৭. নামাজে হাঁচির উত্তর দিলে নামাজ হবে না। অর্থাৎ নিজে হাচি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে অথবা অন্য কারো হাচির উত্তর ইয়াহামুকুমুল্লাহ বলে তাহলে তার নামাজ হবে না।
১৮. নামাজে খাওয়া-দাওয়া, পান করা যাবে না। নামাজরত অবস্থায় কোন কিছু খেলে বা পান করলে নামাজ হবে না। অথবা দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার নামাজ অবস্থায় চিবিয়ে খেলে নামাজ হবে না।
১৯. ইমামের আগে যদি মুক্তাদী দাঁড়িয়ে যায় এবং মুক্তাদির পায়ের গোয়ালি ইমামের আগে চলে গেলে নামাজ হবে না অর্থাৎ মুসল্লি যদি ইমাম সাহেবের সামনে দাঁড়ায় বা চলে যায় তাহলে আর নামাজ হবে না।
উপরে উল্লেখিত নামাজ ভঙ্গের কারণগুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি। আজ থেকে পরবর্তী সময়ে আমরা নামাজ আদায়ের ক্ষেত্রে চেষ্টা করব যেন আমাদের নামাজ ভেঙ্গে না যায় এবং সঠিকভাবে যেন নামাজ আদায় করতে পারি। আল্লাহ ও আল্লাহর রাসূলকে খুশি করে পরকালের জীবনে শান্তি আনয়ন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url