কিশোরগঞ্জ জেলার ইতিহাস-কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থান ও বিখ্যাত খাবার
পোস্ট সূচিপত্র
- কিশোরগঞ্জ জেলার ইতিহাস
- কিশোরগঞ্জ জেলার প্রশাসনিক চিত্র
- কিশোরগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ
- কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ
- কিশোরগঞ্জ জেলার বিখ্যাত খাবার।
কিশোরগঞ্জ জেলার ইতিহাস
কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এবং ঢাকা বিভাগের সর্বশেষ জেলা। উপজেলার সংখ্যানুসারে কিশোরগঞ্চের বাংলাদেশের “এ” শ্রেনীভুক্ত জেলা।কিশোরগঞ্জ ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা। হাওর অঞ্চলের জন্য কিশোরগঞ্জ বিখ্যাত। ষষ্ঠ শতকে বত্রিশ এর বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদের তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন: এ গঞ্জের থেকেই কালক্রমে গঞ্জ বা কিশোরগঞ্জ এর উৎপত্তি হয়।
রাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জ জেলার দুরত্ব প্রায় ১৪৩ কিলোমিটার । কিশোরগঞ্জ জেলার উত্তরে নেত্রকোণা জেলা ও ময়মনসিংহ জেলা, দক্ষিণে নরসিংদী জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা।
কিশোরগঞ্জ জেলার প্রশাসনিক চিত্র
কিশোরগঞ্জ জেলার উপজেলা ১৩টি, পৌরসভা ৮টি, ইউনিয়ন ১০৮টি, মৌজা ১৭২৫টি, গ্রাম ১৭২৫টি এবং সংসদীয় আসন ৬টি। যথাঃ-
- কিশোরগঞ্জ-১ (হোসেনপুর+কিশোরগঞ্জ সদর উপজেলা)
- কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া+কটিয়াদী উপজেলা)
- কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ+তাড়াইল উপজেলা)
- কিশোরগঞ্জ-৪ (ইটনা+মিঠামইন+অষ্টগ্রাম উপজেলা)
- কিশোরগঞ্জ-৫ (নিকলী+বাজিতপুর উপজেলা)
- কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর+ভৈরব উপজেলা)
কিশেরগঞ্জ জেলার উপজেলা সমূহঃ-
- কিশোরগঞ্জ সদর উপজেলা
- হোসেনপুর উপজেলা
- মিঠামইন উপজেলা
- ভৈরব উপজেলা
- বাজিতপুর উপজেলা
- পাকুন্দিয়া উপজেলা
- নিকলী উপজেলা
- তাড়াইল উপজেলা
- কুলিয়ারচর উপজেলা
- করিমগঞ্জ উপজেলা
- কটিয়াদী উপজেলা
- ইটনা উপজেলা
- অষ্টগ্রাম উপজেলা
কিশোরগঞ্জ জেলার উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ
- উপেন্দ্র কিশোর রায়-ভাষা ও সাহিত্য বিখ্যাত ব্যাক্তি
- দ্বীজ বংশীদাস-ভাষাবিদ, সাহিত্যিক।
- অধ্যাপক নিরোদ চন্দ্র চৌধুরী-ভাষাবিদ, সাহিত্যিক।
- লীলা মজুমদার-ভাষাবিদ,সাহিত্যিক।
- সুকুমার রায়-সাহিত্যিক,কবি।
- চন্দ্রাবতী-সাহিত্যিক,কবি।
- শহীদ সৈয়দ নজরুল ইসলাম-রাজনীতিবিদ।
- মরহুম জিল্লুর রহমান-সাবেক রাষ্ট্রপতি,রাজনীতিবিদ।
- আইভি রহমান-রাজনীতিবিদ।
- মির্জা আব্বাস-রাজনীতিবিদ।
- সৈয়দ আশরাফুল ইসলাম-রাজনীতিবিদ।
- জনাব এডভোকেট আব্দুল হামিদ-রাজনীতিবিদ।
- মুজিবুল হক চুন্নু-রাজনীতিবিদ।
- সেতারা বেগম-মুক্তিযোদ্ধা।
- নীহারঞ্জন রায়-ইতিহাসবেত্তা
- জয়নুল আবেদীন-চিত্রশিল্পী।
- ইলিয়াস কাঞ্চন-অভিনেতা।
- সত্যজিত রায়-অভিনেতা।
কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ
- শেখ সাদী জামে মসজিদ
- ঈসা খা.র জঙ্গলবাড়ি দূর্গ
- মিঠামইন হাওর
- শেখ মাহমুদ শাহ মসজিদ
- নিকলী হাওর
- কুতুব শাহ মসজিদ
- অষ্টগ্রাম হাওর
- বালিখলা
- কবি চন্দ্রাবতী মন্দির
- নরসুন্দা লেকসিটি
- দিল্লির আখড়া
- সৈয়দ নজরুল ইসলাম সেতু
- পাগলা মসজিদ
- শোলাকিয়া ঈদগাহ ময়দান
- ইটনা শাহী মসজিদ
- কুড়িখাই মেলা
- সত্যজিৎ রায়ের পৈতুক বাড়ি
- এগারসিন্দুর দূর্গ
- গাঙ্গাটিয়া জমিদার বাড়ি
কিশোরগঞ্জ জেলার বিখ্যাত খাবার
চ্যাপা শুটকি একটি মুখরোচক খাবার হিসেবে কিশোরগঞ্জ তথা ময়মনসিংহ অঞ্জলের অতি জনপ্রিয় খাবার। চ্যাপা বানানোর মুূল উপকরণ শুটকি। আশ্বিন-কার্তিক থেকে ফাল্গন-চৈত্র মাসে কিশোরগঞ্জের নদী নালা, খাল-বিল ও হাওর বর্ষার পানি নেমে যাওয়ার পর প্রচুর পরিমাণ পুটমাছ ধরা পড়ে।
এসব পুটি মাছের নাড়িভূড়ি বের করে রোদে শুকিয়ে শুটকি তৈরি করা হয়। এরপর শুটকিগুলো মাটির মাটির বায়ুরোধক বড় বড় মটকায় চেপে চেপে পুটিমাছের তেল সহ ৫-৬ মাস জাগ দিয়ে রেখে দেন। পুটিমাছের পেট থেকে যে নাড়িভুড়ি বের করা হয়। তা চুলোয় জ্বাল দিলেই পুটিমাছের তেল পাওয়া যায়।
মোটকথা, কিশোরগঞ্জের চ্যাপা শুটকি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে প্রস্তুত করা হয়।
আরও পড়ুনঃ মাসিকের সময় কোমার ব্যাথা দূরের উপায়-পিরিয়ডে কোমর ব্যাথায় করণীয়
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url