কুষ্টিয়া জেলার ইতিহাস-কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান ও ব্যাক্তিবর্গ

বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি স্তর হচ্ছে জেলা । সাধারণত কয়েকটি জেলা নিয়ে একটি বিভাগ গঠিত হয়। একই ভাবে কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয়। বাংলাদেশের ৮টি বিভাগ ও ৬৪ টি জেলা রয়েছে। বিভাগ গুলো হচ্ছে ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগ।
কুষ্টিয়া জেলার ইতিহাস-কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান ও ব্যাক্তিবর্গ

আজকের টপিক্স জুড়ে থাকবে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার তথ্য, ইতিহাস, দর্শনীয় স্থান, উল্লেখেযোগ্য ব্যাক্তিবর্গ ও গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা । আপনার পছন্দের জেলার তথ্য জানতে ”এখানে ক্লিক করুন”

পোস্ট সূচিপত্র

কুষ্টিয়া জেলার ইতিহাস

কুষ্টিয়ায় প্রথম পৌরসভা  গঠিত হয় ১৮৬৯ সালে। সম্রাট শাহজাহানের নের্তৃত্বে এখানে একটি নদীবন্দর স্থাপিত হয়। কুষ্টিয়া (মুজিবনগার) বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী। হ্যামিলটন্স গেজেট প্রথম কুষ্টিয়া শহরের উল্লেখ পাওয়া যায়। এ জেলাতে ইসলাম বিষয়ক বাংলাদেশের একমাত্র সরকারি ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামি বিশ্ববিদ্যালয় অবস্থিত। কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। 

কুষ্টিয়া জেলার মানুষের ভাষা বাংলাদেশে ব্যবহৃত বাংলা ভাষার সবচেয়ে শুদ্ধ ভাষা অর্থ্যাৎ প্রমিত রূপ বলা হয়। রাজধানী ঢাকা থেকে কুষ্টিয়া জেলার দু্রত্ব প্রায় ১৮০ কিলোমিটার ও বিভাগীয় শহর খুলনা থেকে কুষ্টিয়া জেলার দুরত্ব প্রায় ১৪৫ কিলোমিটার। কৃুুুুুষ্টয়া জেলা এক সময় অবিভক্ত বাংলার নদীয় জেলার অংশ ছিল। ১৯৪৭ সালে কুষ্টিয়া সদর, চুয়াডাঙ্গা ও মেহেরপুর মহকুমা নিয়ে এই জেলার সৃষ্টি হয়। 

পরবর্তী তে ১৯৮৪ সালে মেহেরপুর ও চুয়াডাঙ্গা কে আলাদা জেলা হিসেবে স্বৃীকৃতি দেওয়া হয়।  কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কুষ্টিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। যার আয়তন ৬৬.০০ বর্গ  কিমি। মুক্তিযুদ্ধের সূচনা কুষ্টিয়া জেলা থেকে শুরু হয়। নোবেল বিজয়ী কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম জীবন ও কবিতার স্বর্ণযুগ কুষ্টিয়ার শিলাইদহে কাটিয়েছিলেন।

কুষ্টিয়া জেলার প্রশাসনিক চিত্র

কুষ্টিয়া জেলার আয়তন ১৬০৮.৮০ বর্গ কিমি। কুষ্টিয়া জেলার উত্তরে রাজশাহী জেলা, নাটোর ও পাবনা জেলা, দক্ষিণে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা, পূর্বে রাজবাড়ী জেলা ও পশ্চিমে মেহেরপুর ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। কুষ্টিয়া জেলার উপজেলা ৬টি, পৌরসভা ৬টি, ইউনিয়ন ৬৬টি, মৌজা ৬৮৯ টি, গ্রাম ৯৭৩টি ও সংসদীয় আসন রয়েছে ৪টি। জাতীয় সংসদের ৭৫,৭৬,৭৭ ও ৭৮ সংসদীয় আসন নাম্বার। কুষ্টিয়া জেলার উপজেলা সমূহ

  • কুষ্টিয়া সদর
  • ভেড়ামারা
  • খোকসা
  • দৌলতপুর
  • মিরপুর 
  • কুমারখালী

কুষ্টিয়া জেলার বিখ্যাত ব্যাক্তিবর্গ

  • লালন শাহ-প্রখ্যাত বাউল ও মরমী গানের সৃষ্টা।
  • মীর মশাররফ হোসেন, প্রখ্যাত সাহিত্যিক।
  • কাঙাল হরিনাথ-সমাজ বিপ্লবী ও বাউল কবি
  • শাহ আজিজুর রহমান-রাজনীতিবিদ ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
  • হাসানুল হক ইনু=সাবেক তথ্যমন্ত্রী।
  • মাহবুবুল আলম হানিফ-এমপি ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ।
  • হাবিবুল বাশার সুমন-সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
  • সালাউদ্দিন লাভলু- অভিনেতা ও চিত্রনাট্যকার ও টিভি পরিচালক।
  • মিশু আহমেদ-খল অভিনেতা।
  • কচি খন্দকার-অভিনেত্রী, চিত্রনাট্যকার ও টিভি পরিচালক।
  • এনামুল হক বিজয়-ক্রিকেটার , বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান

  • লালন শাহ সেতু
  • পাকসী  রেল সেতু
  • মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা
  • টেগর লজ
  • ফকির লালন সাইজির মাজার
  • রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী
  • ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ
  • তেবাড়িয়া তিন গম্ভজ জামে মসজি
  • হার্ডিঞ্জ ব্রীজ
  • ঝাউদিয়া শাহী মসজিদ

কুষ্টিয়া জেলার বিখ্যাত খাবার

খুলনা বিভাগের একটি বিখ্যাত জেলা হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়া জেলার বিখ্যাত খাবারগুলো হচ্ছে তিলের খাজা, আশোক মিষ্টান্ন ভান্ডারের রসগোল্লা, আর জগদীশ মিষ্টান্ন ভান্ডারের চমচম, কুঠিবাড়ির রাস্তার মাথায় বিখ্যাত কুলফি মালাই ইত্যাদি হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত খাবার।

আরও পড়ুনঃ হিট স্টোক কি ? হিট স্টোক কেন হয় ? হিট স্টোকে করণীয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url