ফেসবুক ভিডিও ডাউনলোড করার নিয়ম -Reels Video ডাউনলোড করার নিয়ম

বর্তমান সময়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। বর্তমানে ফেসবুক ব্যবহারির সংখ্যা প্রায় ২.৯৮৮ বিলিয়ন এবং এ সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধ থেকে শিশু সব বয়সের মানুষের এখন জনপ্রিয় সাইট হচ্ছে ফেসবুক। 

ফেসবুক ভিডিও ডাউনলোড করার নিয়ম -Reels Video ডাউনলোড করার নিয়ম

ফেসবুকে অনেক প্রয়োজনীয় তথ্য শেয়ার করা হয়, যা মানুষ অল্প সময়ের মধ্যে সহজ উপায়ে হাতের নাগালে পেয়ে থাকে। ফেসবুকে বিভিন্ন খবরা-খবর এর পাশাপাশি বিভিন্ন ভিডিও দেখানো হয়। বর্তমানে ফেসবুকের ভিডিও অনেক জনপ্রিয় এবং ফেসবুকে ইতিমধ্যে চালু হয়েছে শর্ট ভিডিও যা রিলস ভিডিও (Reels Video) নামে পরিচিত।

এই রিলস ভিডিওতে অনেক সুন্দর সুন্দর মিউজিক ও ভিডিও থাকে। অনেকে চায় এই ভিডিওগুলো তাদের ফোন গ্যালারিতে ডাউনলোড করে রাখতে। কিন্ত কিভাবে ডাউনলোড করবে তা জানে না। আজকের টপিক্সে আমি আপনাদের শেয়ার করব কিভাবে অতি সহজ উপায়ে আপনি রিলস ভিডিও আপনার ফোন গ্যালারিতে ডাউনলোড করে রাখতে পারেন। এতে কোন প্রকার ওয়াটার মার্ক ছাড়া পাবেন,সাথে কোয়ালিটি থাকবে সর্বোচ্চ হাই।

আরো পড়ুন: ফ্রিল্যান্সিং কি ? কিভাবে শুরু করবেন ফ্রীল্যান্সিং। এক ক্লিকে বিস্তারিত জানুন।

ফেসবুক রিলস ভিডিও কি

আমরা অনেকেই Tiktok ভিডিও দেখে থাকি, এবং tiktok এ যে আলাদা অ্যাপ আছে সেটাও আমরা কমবেশি অবগত। আবার ইউটিউবে শর্ট ভিডিও রয়েছে। ফেসবুক তার ইউজারদের বিনোদন দিতে শর্ট ভিডিও চালু করছে যা ফেসবুক মেটা কোম্পানি এটাকে রিলস ভিডিও নামে ঘোষণা দিয়েছে।

আপনি জেনে অবাক হবেন যে, বর্তমানে সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে tiktok অনেক এগিয়ে আছে। আর মেটা কোম্পানি নিজেদের ইউজারদের ধরে রাখতে ফেসবুকের মধ্যে ভিডিও অ্যাপ্লিকেশন চালু করছে।

ফেসবুক রিলস ভিডিও ডাউনলোড করার জন্য ফেসবুক ডিফল্ট কোন সিস্টেম চালু করেনি। তবে ডাউনলোড করার জন্য আমরা একটি থার্ড পার্টি এপ্লিকেশন ইউজ করে থাকি।

ফেসবুক ভিডিও ডাউনলোড করে পূর্বে করণীয়

আপনাদেরকে ইতিমধ্যে ফেসবুক রিলস ভিডিও সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আশা করি আপনারা ফেসবুক রিলস ভিডিও কি সে সম্পর্কে বুঝতে পেরেছেন। ভিডিও ডাউনলোড করার পূর্বে আপনাদের কিছু বিষয় অবগত হওয়া প্রয়োজন। আপনারা জানেন যে ফেসবুকে ভিডিও আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারবেন।

ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে রেখে অতঃপর আপনি যদি তা ফেসবুকে আফলোড করেন তাহলে সেটা আপনার জন্য অমঙ্গলজনক হবে। শুধুমাত্র নিজের প্রয়োজনে দেখার জন্য ডাউনলোড করবেন। অন্য কোন সোশ্যাল মিডিয়ায় এগুলো নিজের নামে আপলোড করবেন না।

এখন যদি করে থাকেন সেক্ষেত্রে আমাদের ব্লগ কোনভাবে দায়ী থাকবে না। কিংবা কোনো অসত উদ্দেশ্য এর জন্য ভিডিও ডাউনলোড করবেন না কখনো অন্যের তৈরি করা কন্টেন্ট আপলোড করে টাকা ইনকাম করার চিন্তা করবেন না। যদি আপনার টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই নিজে কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করবেন।

ফেসবুক রিলস ভিডিও(Reels Videos) ডাউনলোড করার পদ্ধতি

আপনি ফেসবুক বা instagram এ ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটা ভিডিও আপনার খুব ভালো লেগেছে, আপনি চাইতেছেন এ ভিডিও ডাউনলোড করে রাখতে। চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ভিডিও ডাউনলোড করবেন। প্রথমে আপনার কাঙ্খিত ভিডিওটির লিংকটি কপি করবেন,কপি করার জন্য আপনি ভিডিও এর শেয়ার অপশন বা থ্রী ডট অপশনে ক্লিক করলেই "Copy link"  আসবে।

পরবর্তীতে https://fdown.net/ এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। (Click here,no need type eny browser) ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি দেখতে পাবেন একটি সার্চ বক্স আসবে। সেখানে আপনার কপি করা লিংকটি পেস্ট করে আপনার ডিভাইসের enter  অপশনটি তে ক্লিক করুন।

আপনি খেয়াল করলে দেখবেন আপনার সামনে ডাউনলোড বাটন লেখা রয়েছে। তারপর আপনি ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার সামনে ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করার অপশন চলে আসবে। এরপর আপনার পছন্দমত ভিডিও কোয়ালিটি সিলেক্ট করুন।

ডাউনলোড হওয়া শুরু করবে । একটা কথা আপনাদের বলে রাখি আপনি এই ওয়েবসাইট দিয়ে শুধুমাত্র ফেসবুকের Reels Videos ভিডিও ডাউনলোড করতে পারবেন ব্যাপারটা এমন নয়। আপনি চাইলে ফেসবুকের অন্য যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন।

আপনাদের আরো কিছু নতুন অ্যাপ্লিকেশন এর পরিচয় করে দিচ্ছি, যে গুলো ব্যবহার করেও একই উপায়ে আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন।লিংকগুলোতে ক্লিক করলেই আপনার কাংখিত ওয়েবসাইটে নিয়ে যাবে,কোন ব্রাউজারে আপনার টাইপ করার প্রয়োজন নেই। পোস্ট ভালো লাগলে শেয়ার করবেন।

snapsave.app

getfvid.com

doenvideo.net 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url