নরসিংদী জেলার ইতিহাস-নরসিংদী জেলার দর্শনীয় স্থানসমূহ ও ব্যাক্তিবর্গ
বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি স্তর হচ্ছে জেলা। সাধারণত কয়েকটি উপজেলা নিয়ে জেলা গঠিত হয়। আবার কয়েকটি জেলা নিয়ে একটি বিভাগ গঠিত হয়। বাংলাদেশে বিভাগ রয়েছে ৮টি। বিভাগ গুলো হচ্ছে ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগ।
আজকের টপিক্স জুড়ে থাকবে ঢাকা বিভাগের নরসিংদী জেলার গুরুত্বপুর্ণ তথ্য ও জেলা পরিচিতি, দর্শনীয় স্থান, উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ ও প্রসিদ্ধ খাবার সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা । আপনার পছন্দের জেলার বিস্তারিত তথ্য জানতে
পোস্ট সূচিপত্র
- নরসিংদী জেলার ইতিহাস
- নরসিংদী জেলার প্রশাসনিক চিত্র
- নরসিংদী জেলার বিখ্যাত ব্যাক্তিবর্গ
- নরসিংদী জেলার দর্শনীয় স্থানসমূহ
- নরসিংদী জেলার বিখ্যাত খাবার
নরসিংদী জেলার ইতিহাস
পূর্বে এ অঞ্চলটি নরসিংহ নামক রাজার শাসনাধীন ছিল। ধারনা করা হয়, পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট নগর রাজ্য নরসিংহ স্থাপন করেছিলেন। ইতিহাসবিদরা নরসিংদী জেলার নামকরণ রাজা নরসিংহের নামানুসারে উৎপত্তি হয়েছে বলে মনে করেন। জমিদারী আমলে নরসিংদী জেলা ছিল ঢাকা জেলাধীন নারায়নগঞ্জ মহকুমার একটি থানা। ১৯৭৭ সালে নরসিংদীকে মহকুমায় উন্নীত করা হয়। সরকার ১৯৮৪ সালে নরসিংদী কে একক জেলা হিসেবে স্বীকৃতি প্রদান করে।
নরসিংদী জেলা বাংলাদেশের মধ্যভাগের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে এটি দেশের “বি” শ্রেনীভু্ক্ত একটি জেলা। মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়াল খা ও পুরাতন ব্রহ্মপুত্র নদ তীর বিধৌত জেলা নরসিংদী। এ জেলাটি দেশের মধ্য পূর্বাংশে অবস্থিত। রাজধানী ঢাকা থেকে নরসিংদী জেলার দুরত্ব প্রায় ৫৭ কিলোমিটার।
নরসিংদী জেলার প্রশাসনিক চিত্র
নরসিংদী জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মনবাড়িয়া জেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা ও ব্রাহ্মনবাড়িয়া জেলা এবং পশ্চিমে গাজীপুর জেলা অবস্থিত। উপজেলার সংখ্যা ৬টি, ইউনিয়নের সংখ্যা ৭১ টি, পৌরসভার সংখ্যা ৬টি, গ্রাম ১০৯৫টি, মৌজা ৬২০টি ও সংসদীয় আসন ৫টি।
উপজেলা গুলো হচ্ছে--
- নরসিংদী সদর
- বেলাবো
- পলাশ
- মনোহরদী
- রায়পুরা
- শিবপুর
নরসিংদী জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ
- আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়।
- জিতেন্দ্র কিশোর মৌলিক, জমিদার ও সমাজসংস্কারক।
- ললিত মোহন রায়, জমিদার ও সমাজসংস্কারক।
- শামসুর রহমান, কবি ও সাহিত্যিক।
- ড. আলাউদ্দিন আল আজাদ, সাহিত্যিক।
- ভাই গিরিশ চন্দ্র সেন, প্রথম বাংলায় পবিত্র কোরআন এর অনুবাদক।
- আপেল মাহমুদ, কন্ঠশিল্পী।
- খালেদা আক্তার কল্পনা, অভিনেত্রী।
- বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
- শামীম কবির, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক।
নরসিংদী জেলার দর্শনীয় স্থান সমূহ
- জমিদার লক্ষণ সাহার বাড়ী
- গিরিশ চন্দ্র সেনের বাড়ী
- দেওয়ান শরীফ মসজিদ
- শাহ ইরানি মাজার
- বেলাব বাজার জামে মসজিদ
- আশ্রাবপুর মসজিদ
- সোনাইমুড়ি টেক
- বীরশ্রেষ্ঠ মতিউর রহামন জাদুঘর
- ড্রিম হলিডে পার্ক
- উয়ারী-বটেশ্বর
- মনু মিয়ার জমিদার বাড়ি
- নবীন চন্দ্র সাহা জমিদার বাড়ি
- লক্ষণ সাহার জমিদার বাড়ি
- লটকন বাগান
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url