সুনামগঞ্জ জেলার ইতিহাস-সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ ও ব্যাক্তিবর্গ ।

বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি স্তর হচ্ছে জেলা। সাধারণত কয়েকটি উপজেলা নিয়ে জেলা গঠিত হয়। আবার কয়েকটি জেলা নিয়ে একটি বিভাগ গঠিত হয়। বাংলাদেশে বিভাগ রয়েছে ৮টি। বিভাগ গুলো হচ্ছে ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগ। চলুন দেখি কোন কোন বিভাগে কোন কোন জেলা রয়েছে।
সুনামগঞ্জ জেলার ইতিহাস-সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ ও ব্যাক্তিবর্গ ।

ঢাকা বিভাগ (১৩টি জেলাঃ--নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, নারায়নগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও ঢাকা জেলা অবস্থিত। 
চট্রগ্রাম বিভাগ (১১টি জেলাঃ}- চট্রগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, নোয়াখালী, লক্ষীপুর, চাদপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারবান্দরবান জেলা।
ময়মনসিংহ বিভাগ (৪টিঃ- ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুর জেলা অবস্থিত। 
রংপুর বিভাগ (৮টি জেলাঃ-রংপুর, দিনাজপুর, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাও, পঞ্চগ্রাম ও গাইবান্ধা জেলা অবস্থিত। 
বরিশাল বিভাগ (৬টি জেলাঃ-বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা অবস্থিত। 
খুলনা বিভাগ (১০টি জেলাঃ-খুলনা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কষ্টিয়া, মাগুরা, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা ও নড়াইল জেলা অবস্থিত। 
রাজশাহী বিভাগ (৮টি জেলাঃ-সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগা, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলা অবস্থিত।
সিলেট বিভাগ (৪টি জেলাঃ-সিলেট, সুনামগঞ্জমৌলভীবাজার  হবিগঞ্জ জেলা অবস্থিত।

আজকের টপিক্স জুড়ে থাকবে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার গুরুত্বপুর্ণ তথ্য ও জেলা পরিচিতি, দর্শনীয় স্থান, উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ ও প্রসিদ্ধ খাবার সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা ।

আরও পড়ুনঃ শেরপুর জেলার ইতিহাস-শেরপুর জেলার দর্শনীয় স্থান ও ব্যাক্তিবর্গ

 পোস্ট সূচিপত্র

  • সুনামগঞ্জ জেলার পরিচিতি
  • সুনামগঞ্জ জেলার প্রশাসনিক চিত্র
  • সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ
  • সুনামগঞ্জ জেলার উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ

সুনামগঞ্জ জেলার পরিচিতি

সুনামদি নামক জনৈক মোগল সিপাহীর নামানুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানা যায়। সুনামদি” (সুনাম উদ্দিনের আঞ্চলিক রূপ) নামক উক্ত মোগল সৈন্যের কোন এক যুদ্ধে বীরোচিত কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামদিকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসাবে দান করা হয়। কার দানস্বরূপ প্রাপ্ত ভূমিতে তারই নামে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল। ১৮৭৭ সালে সুনামগঞ্জ মহকুমা ও ১৯৮৪ সালে জেলায় উন্নীত করা হয়।

সুনামগঞ্জ জেলাটি সিলট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে সুনামগঞ্জ বাংলাদেশেল :এ” শ্রেনীভূ্ক্ত জেলা।  সুনামগঞ্জের উত্তরে খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়, পূর্বে সিলেট জেলা, দক্ষিনে হবিগঞ্জ জেলা , পশ্চিমে নেত্রকোণা জেলা ও কিশোরগঞ্জ জেলা অবস্থিত। রাজধানী ঢাকা থেকে সুনামগঞ্জের দুরত্ব প্রায় ৩৪৬ কিলোমিটার প্রায়। 

সুনামগঞ্জ জেলার প্রশাসনিক চিত্র

সুনামগঞ্জ জেলায় ১২টি উপজেলা, ১২টি থানা, ৪টি পৌরসভা, ৮৮টি ইউনিয়ন, ১৫৩৫টি মৌজা, ২৮৮৭টি গ্রাম ও ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত। উপজেলা সমূহ হচ্ছে--

  • সুনামগঞ্জ সদর
  • জগন্নাথপুর
  • ছাতক
  • জামালগঞ্জ
  • শাস্তিগঞ্জ
  • দিরাই
  • দোয়ারাবাজার
  • তাহিরপুর
  • বিশ্বস্তরপুর
  • মধ্যনগর
  • শাল্লা
  • ধর্মপাশা

সুনামগঞ্জ জেলার বিখ্যাত ব্যাক্তিবর্গ

  • মহাপ্রভু অদ্বৈত আচার্য, বিখ্যাত বৈষ্ণব সাধক।
  • হাছন রাজ, মরমি কবি।
  • শাহ আবদুল করিম, বাউল সম্রাট।
  • দুর্বিন শাহ, সাধক কবি।
  • হুমায়ন রশীদ চৌধুরী, সাবেক স্পীকার।
  • আবদুল সামাদ আজাদ, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী।
  • সুরঞ্জিত সেন গুপ্ত, বাংলাদেশের প্রথম রেলমন্ত্রী।
  • ইকবাল হোসেন চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী।
  • এম এ মান্নান, পরিকল্পনামন্ত্রী।
  • হাসান শাহরিয়ার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি।
  • নির্মলেন্দু চৌধুরী, উপমহাদেশের বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী।
  • রাধারমণ দত্ত, মরমি কবি ও গীতিকার।
  • কামাল পাশা, বাউল কবি ও গীতিকার।
  • কাকন বিবি, নারী মুক্তিযোদ্ধা ও গুপ্তচর।
  • হীরালাল চৌধুরী, মৎস্যবিজ্ঞানী।
  • রায়বাহাদুর সুখময় চৌধুরী, জমিদার ও সমাজসেবক।

সুনামগঞ্জের দর্শনীয় স্থান সমূহ

  • টাঙ্গুয়ার হাওড়
  • নীলাদ্রি লেক
  • যাদুকাটা নদী
  • শিমুল বাগান
  • বারেক টিলা
  • নারায়ণতলা
  • পাগলা বড় জামে মসজিদ
  • লালঘাট ঝর্ণাধারা
  • হাসন রাজার জাদুঘর
  • আছিম শাহ’র মাজার
  • গৌরারং জমিদার বাড়ী
  • জগন্নাথ জিউর
  • ডলুরা শহীদদের সমাধি সৌধ
  • পাইলগাও জমিদার বাড়ি
  • বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ী
  • সুরমা নদী
  • রাধা রমন দত্ত এর সমাধি
  • হাসন রাজার স্মৃতি বিজড়িত জমিদার বাড়ি।

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী খাবার

সুনামগঞ্জের স্থানীয় পর্যায়েল বিখ্যাত খাদ্য হলো অথনী পোলাও ও সাতকরা । এছাড়াও স্থানীয় আনারস, কমলা, পান, লেবু ও কাঠালের দারুণ সুখ্যাতি রয়েছে। আরও রয়েছে চা পাতা। হাওড় এলাকায় প্রচুর মাছ পাওয়া যায় এবং খাবার ভিত্তিক হাস পালন করা হয়।

আরও পড়ুনঃশিশুর কৃমি হলে তাৎক্ষনিক করণীয়-শিশুর কৃমি রোধে ঘরোয়া টুটকা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url