পার্বত্য রাঙ্গামাটি জেলার ইতিহাস-রাঙ্গামটি জেলার দশনীয় স্থানসমুহ।

বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি স্তর হচ্ছে জেলা। সাধারণত কয়েকটি উপজেলা নিয়ে জেলা গঠিত হয়। আবার কয়েকটি জেলা নিয়ে একটি বিভাগ গঠিত হয়। বাংলাদেশে বিভাগ রয়েছে ৮টি। বিভাগ গুলো হচ্ছে ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগ।
এক নজরে পার্বত্য রাঙ্গামাটি জেলার পরিচিতি,দশনীয় স্থানসমুহ।

ঢাকা বিভাগ (১৩টি জেলাঃ--

নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, নারায়নগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও ঢাকা জেলা অবস্থিত।

চট্রগ্রাম বিভাগ (১১টি জেলাঃ}-

চট্রগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, নোয়াখালী, লক্ষীপুর, চাদপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবান জেলা।

ময়মনসিংহ বিভাগ (৪টিঃ-

ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুর জেলা অবস্থিত।

রংপুর বিভাগ (৮টি জেলাঃ-

রংপুর, দিনাজপুর, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাও, পঞ্চগ্রাম ও গাইবান্ধা জেলা অবস্থিত।

বরিশাল বিভাগ (৬টি জেলাঃ-

বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা,  ঝালকাঠি ও পিরোজপুর জেলা অবস্থিত।

খুলনা বিভাগ (১০টি জেলাঃ-

খুলনা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কষ্টিয়া, মাগুরা, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা ও নড়াইল জেলা অবস্থিত।

রাজশাহী বিভাগ (৮টি জেলাঃ-

সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগা, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলা অবস্থিত।

সিলেট বিভাগ (৪টি জেলাঃ-

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা অবস্থিত।

আজকের টপিক্স জুড়ে থাকবে চট্রগ্রাম বিভাগের পার্বত্য রাঙ্গামাটি জেলার গুরুত্বপুর্ণ তথ্য ও জেলা পরিচিতি, দর্শনীয় স্থান, উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ ও প্রসিদ্ধ খাবার সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা ।
<আপনার পছন্দের জেলার বা বিভাগের তথ্য জানতে উপরে ”সার্চ করুন আপনার প্রয়োজনীয় তথ্য” বক্সের মধ্যে জেলার বা বিভাগের নাম লিখে আপনার ডিভাইসের অকে বাটনে ক্লিক করুন>

পোস্ট সূচিপত্র

রাঙ্গামাটি জেলা পরিচিতি

আয়তনের দিকে দিয়ে এটি বাংলাদেশের বৃহত্তম জেলা। রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্রগ্রাম বিভাগের একটি পাবর্ত্য জেলা। উপজেলার সংখ্যানুসারে রাঙ্গামাটি বাংলাদেশের একটি :এ” শ্রেনীভুক্ত জেলা। ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার ৩৬.৮২% মুসলিম ৫.৩০% হিন্দু,  ৫৬.০৬% বৌদ্ধ এবং  ১.৮২% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী। এ জেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, বম, চাক, মুরং, ত্রিপুরা, খেয়াং, খুমি, লুসাই, ম্রো, পাংখোয়া, সাওতাল, মণিপুরী, প্রভূতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে।

রাজধানী ঢাকা থেকে এ জেলার দুরত্ব প্রায় ৩০৮ কিলোমিটার এবং চট্রগ্রাম নগরী থেকে এ জেলার দুরত্ব ৭০ কিলোমিটার। রাঙ্গামাটি জেলার দক্ষিণে বান্দরবান জেলা, পশ্চিমে চট্রগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলা, উত্তরে ভারতে ত্রিপুরা প্রদেশ ও পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ ও মায়ানমারের চিন প্রদেশ অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে মায়ানমার ও ভারতের সীমান্ত রয়েছে।

রাঙ্গামাটি জেলার প্রশাসনিক চিত্র

রাঙ্গামাটি জেলা ১০টি উপজেলা, ১২টি থানা, ২টি পৌরসভা, ৫০টি ইউনিয়ন, ১৫৯টি মৌজা, ১৩৪৭টি গ্রাম ও ১টি সংসদীয় আসন রয়েছে। রাঙ্গামাটি জেলার উপজেলা সমূহ--

  • কাউখালী
  • কাপ্তাই
  • জুরাছড়ি
  • নানিয়ারচর
  • বরকল
  • বাঘাইছড়ি
  • বিলাইছড়ি
  • রাঙ্গামাটি সদর
  • রাজস্থলী
  • লংগদু

রাঙ্গামাটি জেলার দর্শনীয় স্থান সমূহ

  • আর্যপুর  ধর্মোজ্জ্বল বনবিহার
  • উপজাতীয় টেক্সটাইল মার্কেট
  • উপজাতীয জাদুঘর
  • চাকমা রাজার বাড়ী।
  • কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র
  • কাট্রালী বিল
  • কাপ্তাই জাতীয় উদ্যান
  • কাপ্তাই লেক
  • চিৎমরম বৌদ্ধ বিহার
  • জেলা প্রশাসকের বাংলো।
  • ঝুলন্ত ব্রিজ
  • টুকটুক ইকো ভিলেজ
  • ডলুছড়ি জেতবন বিহার
  • তিনটিলা বনবিহার
  • ন-কাবা ছড়া ঝর্না
  • নৌ বাহিনীর পিকনিক স্পট
  • পেদা টিং টিং
  • ফুরমোন পাহাড়
  • শুভলং ঝর্ণা
  • আরণ্যক হলিডে কটেজ
  • হিল তাজ হোটেল এন্ড রিসোর্ট
  • রাজবন বিহার
  • রাইখ্যং লেক
  • পলওয়েল ন্যাচার পার্ক
  • হ্যাপি আইল্যান্ড
  • বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সমাধিস্থল
  • ধুপপানি ঝর্ণা
  • রাইন্যা টু-গুল ইকো পার্ক
  • বনশ্রী পর্যটন কমপ্লেক্স
  • হাজাছড়া ঝর্ণা

রাঙ্গামাটি জেলার বিখ্যাত খাবার

মুরগির গুতাইয়া, হাঙ্গর শুটকি ও পিবির ভাতঘর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url