ময়মনসিংহ জেলার ইতিহাস-ময়মনসিংহ জেলার দর্শনীয় স্থান ও ব্যাক্তিবর্গ
ঢাকা বিভাগ (১৩টি জেলাঃ-- নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, নারায়নগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও ঢাকা জেলা অবস্থিত।
ময়মনসিংহ বিভাগ (৪টিঃ- ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুর জেলা অবস্থিত।
পোস্ট সূচিপত্র
ময়মনসিংহ জেলা পরিচিতি
ময়মনসিংহ বাংলাদশের অষ্টম বিভাগীয় শহর ও কনিষ্ঠতম সিটি কর্পোরেশন। আয়তনের দিক দিয়ে ময়মনসিংহ বাংলাদেশের ৮ম বৃহত্তম শহর। ময়মনসিংহকে সাংস্কৃতিক শহর হিসাবে বিবেচনা করা হয়। ময়মনসিংহ জেলাটি পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। ময়মনসিংহ বাসীর প্রধান বিনোদন পার্ক হচ্ছে শিল্পচার্য জয়নুল আবেদীন উদ্যান। যা ব্রহ্মপুত্র নদীর তীর জুড়ে শহর রক্ষাকারী বাধের বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে উঠেছে।
ময়মনসিংহ জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিনে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলা ও পশ্চিমে শেরপুর, জামালপুর জেলা ও টাঙ্গাইল জেলা অবস্থিত। রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহ জেলার দুরত্ব প্রায় ১২২ কিলোমিটার। ১৯৭০ সালে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমাকে পৃথক করে একটি জেলা করা হয় এবং ১৯৭৮ সালে জামালপুর মহকুমাকে দেশের ২০ তম জেলা হিসেবে ঘোষনা করা হয়।
১৯৮০ এর দশকে আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন মহকুমা যথা কিশোরগঞ্জ ও নেত্রকোণাকে পৃথক পৃথক জেলায় উন্নীত করা হয়। এর আগে ব্রিটিশ আমলে ময়মনসিংহ জেলার কিছু কিছু অংশ সিলেট, ঢাকা, রংপুর ও পাবনা জেলায় অঙ্গীভূত করা হয়েছিলো। ময়মনসিংহ জেলা মৈমনসিংহ গীতিকা, মহুয়া, মলুয়া, দেওয়ানা মদিনা, চন্দ্রবতী, কবিকঙ্খ, দীনেশচন্দ্র সেন ও মুক্তাগাছার মন্ডার জন্য বিখ্যাত।
ময়মনসিংহ জেলার প্রশাসনিক চিত্র
ময়মনসিংহ জেলা ৩৩ ওয়ার্ড বিশিষ্ট ১টি সিটি কর্পোরেশন, ১৩টি উপজেলা, ১৪টি থানা, ১০টি পৌরসভা, ১৪৭টি ইউনিয়ন, ২১০১টি মৌজা, ২৭০৯টি গ্রাম ও ১১টি সংসদীয়া আসন নিয়ে গঠিত। ময়মনসিংহ জেলার উপজেলা সমূহ হচ্ছে--
- ঈশ্বরগঞ্জ
- গফরগাও
- গৌরিপুর
- তারাকান্দা
- ত্রিশাল
- ধোবাউড়া
- নান্দাইল
- ফুলপুর
- ফুলবাড়িয়া
- ভালুকা
- মুক্তাগাছা
- হালুয়াঘাট
- ময়মনসিংহ সদর
ময়মনসিংহ জেলার বিখ্যাত ব্যাক্তিবর্গ
- কানাহারি দত্ত,মনসামঙ্গল কাব্যের আদি কবি।
- চন্দ্রকুমার দে, লেখক ও ময়মনসিংহ প্রচলিত লোকগীতির সুবিখ্যাত সংগ্রাহক।
- আবুল কালাম শামসুদ্দিন, সাংবাদিক, রাজনীতিবিদ ও ভাষাবিদ।
- আবুল মনসুর আহমেদ, সাহিত্যিক, রাজনীতিবিদ ও ভাষাবিদ।
- রফিক উদ্দিন ভূইয়া, প্রখ্যাত ভাষা সৈনিক ও রাজনীতিবিদ।
- মাহাবুব আনাম, বাংলাদেশের রাজনীতিবিদ, সাংবাদিক ও কলাম লেখক।
- শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রখ্যাত বাংলা ঔপন্যাসিক।
- আ ন ম নজরুল ইসলা,ম, বিশিষ্ট রাজনীতিবিদ।
- রওশন এরশাদ, দলীয় প্র্রধান, বাংলাদেশ জাতীয় পার্টি।
- হায়দার আলী, স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা।
- মাহফুজ আনাম, সম্পাদক, দ্যা ডেইলি স্টার পত্রিকা।
- এম হামিদ, একজন বাংলাদেশী নাট্যকার ও নাট্যব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি।
- তসলিমা নাসরিন, বাংলাদেশের একজন সাহিত্যিক, চিকিৎসক ও বিতর্কিতবিদ নারী।
- দেলোয়ার হোসেন খান দুলু, বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপি।
- তাহমিমা আনাম, বাংলাদশে বংশদ্ভত ব্রিটিশ লেখিকা।
- আরিফিন শুভ, মডেল ও চলচ্চিত্র অভিনেতা।
- মাহমুদুল্লাহ রিয়াদ, ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
- শুভাগত হুম, ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
- জামাল ভূইয়া,একজন পেশাদার ফুটবলার।
- মোসাদ্দেক হোসেন সৈকত, ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
- জাকির হাসান, ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
- ফাল্গুনি হামিদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব।
ময়মনসিংহ জেলার দর্শনীয় স্থান সমূহ
- শশী লজ, টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা)
- শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা
- শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান
- ময়মনসিংহ জাদুঘর
- বিপিন পার্ক
- বোটানিক্যাল গার্ডেন
- বড় মসজিদ
- সার্কিট হাউস ময়দান
- প্যারাডাইস শিশুপার্ক
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
- কৃষি জাদুঘর
- লোহার কুঠি বা আলেকজান্দ্রা ক্যাসল
- ময়মনসিংহ চিড়িয়াখানা
- মেঘমাটি ভিলেজ রিসোর্ট
- ময়মনসিংহ রেলওয়ে সেতু
- আনন্দ মোহন কলেজ
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
- বড় কালী বাড়ি মন্দির
- মুক্তাগাছা জমিদার বাড়ি
- বীরনারী সখিনা বিবির মাজার
- কাদিগড় জাতীয় উদ্যান
- নজরুল স্মৃতিকেন্দ্র
- আঠারো বাড়ি রাজবাড়ি
- রাজিবপুর রাজবাড়ি
- কেল্লাই বোকাই নগর
- ময়না দ্বীপ
- ব্রহ্মপুত্র নদের তীরবর্তী পার্ক
ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী খাবার
ময়মনসিংহ জেলায় অন্যান্য জেলার চেয়ে বেশি সাংস্কৃতিক খাবার রয়েছে। যেমন- মুড়ি, চিড়া, খৈ যদিও এগেুলো ভাতের বিকল্প কিন্ত এগুলো দিয়ে মিষ্টি জাতীয় খাবারও তৈরি করা হয়ে থাকে। যেমন, দই চিড়া কিংবা গুড় খৈ। এছাড়া মৌসুমি পিঠা, ডাল-পুরী বিখ্যাত খাবার।
আরও পড়ুনঃ গরমে সতেজ থাকার ৫টি উপায়-গরমে ক্লান্তি দূরের উপায়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url