বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি স্তর হচ্ছে জেলা। সাধারণত কয়েকটি উপজেলা নিয়ে জেলা গঠিত হয়। আবার কয়েকটি জেলা নিয়ে একটি বিভাগ গঠিত হয়। বাংলাদেশে বিভাগ রয়েছে ৮টি। বিভাগ গুলো হচ্ছে ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগ। চলুন দেখি কোন কোন বিভাগে কোন কোন জেলা রয়েছে।

ঢাকা বিভাগ (১৩টি জেলাঃ-- নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর,
নারায়নগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও ঢাকা জেলা অবস্থিত।
চট্রগ্রাম বিভাগ (১১টি জেলাঃ}- চট্রগ্রাম,
ফেনী, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া,
নোয়াখালী, লক্ষীপুর, চাদপুর,
রাঙ্গামাটি, খাগড়াছড়ি,
কক্সবাজার ও
বান্দরবান জেলা।
ময়মনসিংহ বিভাগ (৪টিঃ- ময়মনসিংহ, জামালপুর,
নেত্রকোণা ও
শেরপুর জেলা অবস্থিত।
রংপুর বিভাগ (৮টি জেলাঃ-রংপুর, দিনাজপুর, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাও, পঞ্চগ্রাম ও গাইবান্ধা জেলা অবস্থিত।
বরিশাল বিভাগ (৬টি জেলাঃ-বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা অবস্থিত।
খুলনা বিভাগ (১০টি জেলাঃ-খুলনা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কষ্টিয়া, মাগুরা, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা ও নড়াইল জেলা অবস্থিত।
রাজশাহী বিভাগ (৮টি জেলাঃ-সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগা, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলা অবস্থিত।
আজকের টপিক্স জুড়ে থাকবে চট্রগ্রাম বিভাগের কক্সবাজার জেলার গুরুত্বপুর্ণ তথ্য ও জেলা পরিচিতি, দর্শনীয় স্থান, উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ ও প্রসিদ্ধ খাবার সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা ।
কক্সবাজার জেলার পরিচিতি
কক্সবাজার জেলা বাংলাদেশের দক্ষিন-পুর্বাঞ্চলে অবস্থিত চট্রগ্রাম বিভাগের েএকটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে এটি বাংলাদেশের একটি “এ” শ্রেনীভুক্ত জেলা। এটি বাংলাদেশের সর্ব-দক্ষিনের জেলা। রাজধানী ঢাকা থেকে কক্সবাজার জেলার দুরত্ব ৪০২ কিলোমিটার প্রায় এবং চট্রগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৪৩ কিলোমিটার ।
কক্সবাজার জেলা উত্তরে চট্রগ্রাম জেলা,পূর্বে বান্দরবান জেলা, নাফ নদী ও মিয়ানমারের রাখাইন রাজ্য, দক্ষিনে ও পশ্চিমে বঙ্গোপসাগর। ১৮৫৪ সালে কক্সবাজার থানা গঠিত হয। ১৯৮৪ সালের ১ মার্চ কক্সবাজার কে জেলায় রূপান্তর করা হয়। কক্সবাজার এর প্রাচীন নাম পালংকী।
কক্সবাজার জেলার প্রশাসনিক চিত্র
কক্সবাজার জেলা ৯টি উপজেলা, ৯টি থানা, ৪টি পৌরসভা, ৭১টি ইউনিয়ন, ১৮৮টি মৌজা, ৯৯২টি গ্রাম ও ৪টি সংসদীয় আসন। কক্সবাজার জেলার উপজেলা সমূহ--
কক্সবাজার জেলার উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ
- মুহাম্মদ নুরুল হুদা, কবি।
- জনাব ওসমান সরওয়ার আলম চৌধুরী, রাজনীতিবিদ।
- জনাব সমরজিত রায়, সঙ্গীত শিল্পী।
- মরহুম হযরত আলাউদ্দিন শাহ (রঃ), আধ্যাত্বিক।
- জনাব কামাল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা।
কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমূহ
- শ্রী শ্রী রামকুট বৌদ্ধ বিহার
কক্সবাজার জেলার বিখ্যাত খাবার
কক্সবাজার জেলার প্রিয় খাবার হচ্ছে চিংড়ির সাথে সবজি,বাচ্চুরি (বাশের তরকারি), হাঙ্গারা সুগুরে গুলো (কুমড়া দিয়ে কাকড়া), মংশো মরিচ গোদিয়ে (মুরগি ও মরিচ ভর্তা), হুরো হুরবো (মুরগির সালাদ চিলি), মাচ হেবাং (সিটিএই রান্নার শৈলী মাছ)। এখানে বাশের চোঙায় মুরগি রান্না বেশ জনপ্রিয় খাবার।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url