ক্যান্সারের ১০টি প্রাথমিক লক্ষণ দেখে সতর্ক হোন-এড়িয়ে যাবেন না।
ক্যান্সার এমন এক অসুখ যা কোন মানুষকেই রেহাই দেয় না। তবে যদি শুরুতেই ধরা পড়ে তবে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব। এজন্য সবার আগে দরকার রোগের প্রাথমিক উপসর্গ সম্পর্কে সচেতন হওয়া। এছাড়া চিকিৎসার পাশাপাশি মনের জোর একটি বড় হাতিয়ার বলছেন চিকিৎসকরা।
প্রবীণ মানুষের মধ্যে ক্যান্সারের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। বয়স্কদের মধ্যে প্রস্ট্রেট ক্যান্সার, স্তনের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ও পেটের ক্যান্সার বেশি দেখা যায়। ৬৫ বছরের উর্দ্ধে ক্যান্সারের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। কম বয়সীদের তুলনায় তা প্রায় ১১ গুন বেশি। তবে ক্যান্সারের প্রাথমিক উপসর্গ সম্পর্কে ওয়াকিবহাল থাকলে দ্রুত রোগ নির্ণয় করা সম্ভব। সব উপসর্গ দেখা দিলে পরামর্শ চিকিৎসকের নেওয়া উচিত। কয়েকটি-
আরও পড়ুনঃ লিভার ক্যান্সারের কারন,লক্ষন ও লিভার ক্যান্সারের প্রতিকার সম্পর্কে জেনে নিন।
ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক--
- দুই সপ্তাহের বেশি শুকনো কাশি ফুসফুসের ক্যান্সারের উপসর্গ হতে পারে।
- স্তনে কোনও লাম্প বা ব্যথাহীন ফোলা অংশ স্তন ক্যান্সারের লক্ষণ । বংশে এমন কারো হয়ে থাকলে ৩০ বছরের ঊর্ধ্বে নিয়মিত পরীক্ষা করা উচিত।
- খাবার গিলতে অসুবিধা হলে, তা যদি দুই সপ্তাহের বেশি স্থায়ী হয়, চিকিৎসকের পরামর্শ নিন। এটা অনেক সময় গলায় ক্যান্সারের উপসর্গ হতে পারে।
- মেনোপজের পর পেটে ব্যথা ক্যান্সারের লক্ষণ হতে পারে।
- লাগাতার পেটে অস্বস্তি ও গ্যাস হলে নিজে নিজে ওষুধ খাবেন না। ওভারির ক্যান্সারের কারণে এই উপসর্গ দেখা দিতে পারে।
- ডায়েটিং বা বড় কোনও অসুখ ছাড়া ওজন কমতে শুরু করা ক্যান্সারের অন্যতম লক্ষণ।
- একটানা পেটের গন্ডগোল বা কোষ্ঠকাঠিন্য অন্ত্র, প্রস্টেট বা রেক্টাল ক্যান্সারের উপসর্গ হতে পারে।
- মাড়ি, প্রস্রাব বা মল থেকে রক্তপাত হলে এবং তার সঙ্গে জ্বর থাকলে তা ক্যান্সারের লক্ষণ।
- ঘন ঘন জ্বর আসলেও ক্যান্সারের কথা ভাবতে হবে।
- আঁচিল বা তিলের রঙ্গ ও আকার বদলে গেলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url