ব্রাহ্মনবাড়িয়া জেলার ইতিহাস-ব্রাহ্মনবাড়িয়া জেলার দর্শনীয় স্থান ও ব্যাক্তিবর্গ।

বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি স্তর হচ্ছে জেলা। সাধারণত কয়েকটি উপজেলা নিয়ে জেলা গঠিত হয়। আবার কয়েকটি জেলা নিয়ে একটি বিভাগ গঠিত হয়। বাংলাদেশে বিভাগ রয়েছে ৮টি। বিভাগ গুলো হচ্ছে ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগ।  চলুন দেখি কোন কোন বিভাগে কোন কোন জেলা রয়েছে।

এক নজরে ব্রাহ্মনবাড়িয়া জেলার পরিচিতি, দর্শনীয় স্থান ও উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ।
ঢাকা বিভাগ (১৩টি জেলাঃ-- নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, নারায়নগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও ঢাকা জেলা অবস্থিত। 
চট্রগ্রাম বিভাগ (১১টি জেলাঃ}- চট্রগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, নোয়াখালী, লক্ষীপুর, চাদপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারবান্দরবান জেলা।
ময়মনসিংহ বিভাগ (৪টিঃ- ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুর জেলা অবস্থিত। 
রংপুর বিভাগ (৮টি জেলাঃ-রংপুর, দিনাজপুর, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাও, পঞ্চগ্রাম ও গাইবান্ধা জেলা অবস্থিত। 
বরিশাল বিভাগ (৬টি জেলাঃ-বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা অবস্থিত। 
খুলনা বিভাগ (১০টি জেলাঃ-খুলনা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কষ্টিয়া, মাগুরা, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা ও নড়াইল জেলা অবস্থিত। 
রাজশাহী বিভাগ (৮টি জেলাঃ-সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগা, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলা অবস্থিত।
সিলেট বিভাগ (৪টি জেলাঃ-সিলেট, সুনামগঞ্জমৌলভীবাজার  হবিগঞ্জ জেলা অবস্থিত।

আজকের টপিক্স জুড়ে থাকবে চট্রগ্রাম বিভাগের  ব্রাহ্মনবাড়িয়া জেলার গুরুত্বপুর্ণ তথ্য ও জেলা পরিচিতি, দর্শনীয় স্থান, উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ ও প্রসিদ্ধ খাবার সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা।

ব্রাহ্মনবাড়িয়া জেলার পরিচিতি

নদীমাতৃক বাংলাদেশের মধ্যে পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী তিতাস নদীর বিধৌত জেলা ব্রাহ্মণবাড়িয়া। এই জেলা পূর্বে কুমিল্লা জেলার অন্তর্গত ছিল। ১৯৮৪ সালে কুমিল্লা জেলা থেকে আলাদা হয়ে এটি ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এ জেলা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। এ জেলায় রেল যোগাযোগের ব্যবস্থা রয়েছে। রাজধানী ঢাকা থেকে এ জেলার দুরত্ব ১১০ কিলোমিটার প্রায়।

তিতাস গ্যাস ফিল্ড, সালদা গ্যাস ফিল্ড ও মেঘনা গ্যাস ফিল্ড দেশের এক তৃতীয়াংশ গ্যাস সরবরাহ করে।আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।দেশের অন্যতম বৃহত্তম এ জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা, দক্ষিনে কুমিল্লা জেলা, পূর্বে হবিগঞ্জ জেলা ও ভারতে ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে মেঘনা নদী, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা ও নারায়গঞ্জ জেলা অবস্থিত।

ব্রাহ্মনবাড়িয়া জেলার প্রশাসনিক চিত্র

ব্রাহ্মনবাড়িয়া জেলার উপজেলা ৯টি, থানা ৯টি, ৫টি পৌরসভা, ১০০টি ইউনিয়ন, ৯৯৩টি মৌজা, ১৩৩১টি গ্রাম ও ৬টি সংসদীয় আসন। ব্রাহ্মনবাড়িয়া জেলার উপজেলা সমূহ--
  • আখাউড়া
  • আশুগঞ্জ
  • কসবা
  • নবীনগর
  • নাসিরনগর
  • বাঞ্চারামপুর
  • বিজয়নগর
  • সরাইল 
  • ব্রাহ্মনবাড়িয়া সদর

 ব্রাহ্মনবাড়িয়া জেলার উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ

  • অতীন্দ্রমোহন রায়ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা।
  • সত্যেন্দ্রনাথ চন্দ্র বর্ধনব্রিটিশ বিরোধী বিপ্লবীনেতা।
  • শামসুল হকবীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
  • সামসুল হকবীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
  • আতাউর রহমান খান খাদিম২৫ শে মার্চ রাতে শহীদ চিকিৎসক।
  • অদ্বৈত মল্লবর্মণতিতাস একটি নদীর নাম উপন্যাসের বিখ্যাত লেখক।
  • আব্দুল কাদের, (ছান্দসিক কবি), কবি  সাহিত্যিক 
  • আব্দুল হাফিজ ,লেখক প্রাবন্ধিক  সাংবাদিক।
  • আল মাহমুদকবি  উপন্যাসিক।
  • আব্দুস সাত্তার খান,  নাসায় কাজ করা মহাকাশ বিশেষজ্ঞরসায়নবিদ  উদ্ভাবক।
  • আনিসুল হকবর্তমান আইনমন্ত্রীবাংলাদেশ সরকার।
  • নুরুল আমিনসাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী।
  • এবি তাজুল ইসলামবাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেনসাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
  • রুমিন ফারহানাসংসদ সদস্য।
  • ওস্তাদ আলাউদ্দিন খাঁ ,বিশ্ব বিখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পী।
  • আলী আকবর খাঁশাস্ত্রীয় সংগীত শিল্পী।
  • বাহাদুর হোসেন খানউচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী  সুরকার।
  • আলমগীরচলচ্চিত্র অভিনেতা  টেলিভিশন সঞ্চালক।
  • জাকিয়া বারী মমঅভিনেত্রীয  মডেল।
  • ডলি জহুরঅভিনেত্রী।
  • দেলোয়ার জাহান জন্টিচলচ্চিত্র পরিচালক  বীর মুক্তিযুদ্ধা।
  • মোঃ আশরাফুল , ক্রিকেটারসাবেক ক্যাপ্টেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

ব্রাহ্মনবাড়িয়া জেলার দর্শনীয় স্থানসমূহ

  • আবি ফিউচার পার্ক
  • ধরন্তী হাওর
  • সৌধ হিরন্ময়
  • বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের কবর 
  • কুল্লাপাথর শহীদ স্মৃতিসৌধ
  • হরিপুর জমিদার বাড়ি
  • উলচাপাড়া জামে মসজিদ
  • কেল্লা শাহ মাজার 
  • আরাফাইল মসজিদ 
  • ভৈরব রেলওয়ে সেতু 
  • জয় কুমার জমিদার বাড়ি 
  • নাট ঘর মন্দির 
  • নাসিরনগর মেহদী হাওর অঞ্চল  
  • বর্ডার হাট কসবা
  • কালভৈরব মন্দির
  • ঘাঘুটিয়ার পদ্মবিল
  • বাংলাদেশ-যুক্তরাজ্য মৈত্রী সেতু

ব্রাহ্মনবাড়িয়া জেলার  ঐতিহ্যবাহী খাবার

ব্রাহ্মনবাড়িযার বিখ্যাত খাবার হচ্ছে ঐতিহ্যবাড়ী ছানামুখী খাবার। উপরে হালকা চিনির আবরণ। ভেতরের পুরোটাই দুধের ছানা। দেখতে চতুর্ভূজ আকারের ছোট ছোট টুকরা। এই মিষ্টান্নের নাম ছানামুখী। এই মিষ্টির সুনাম সারা দেশে রয়েছে। এক কেজী ছানামুখী তৈরিতে গাভির সাত-আট লিটার দুধ লাগে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url