বিদ্যুৎ বা কারেন্ট বিল কমানোর কৌশল- বিদ্যুৎ বিল বেশি আসার কারণ
গরমের সময় বেড়ে যায় বিদ্যুৎ বিল। কারণ এ সময় বিদ্যুৎ খরচ অন্য সময়েরে চেয়ে বেশি হয়। বাতি, ফ্রিজ, কম্পিউটার,ওয়াশিং মেশিন, ওভেন, ব্লেন্ডার, আয়রণ ব্যবহার সহ আরও অনেক কাজে বিদ্যুৎ খরচ হয়।
মাস শেষে বিদ্যুতের বিল এলে অনেকের মাথা নষ্ট। শুধু বিদ্যুতের বিল বাচাতে হবে এমন নয়, বিদ্যুৎ সংরক্ষণ করতে হবে। কিছু নিয়ম মেনে চললে এই বিলের খরচ কমানো যায়। আসুন জেনে নিই-
আরও পড়ুনঃ মুখে রোদে পোড়া দাগ থেকে মুক্তি পেতে করণীয়
গরমে বিদ্যুৎ বিল কমানোর কৌশল-
- মোবাইল চার্জার থেকে খোলার পর অবশ্যই সুইচ বন্ধ করুন।
- এসি রিমোর্ট দিয়ে বন্ধ করার পর সুইচ বন্ধ করুন।
- ব্যবহার করুন সিএফএল বা এলইডি লাইট। এসব লাইটের আলোয় ফিলামেন্টের তুলনায় সার্কিট ব্যবহার হওয়ায় বিদ্যুতের খরচ কমে।
- যে কোন বিদ্যুতের যন্ত্র কেনা সময় স্টার রেটেংয়ে ভরশা রাখুন। কোন যন্ত্রের স্টার রেটিং বেশি হলে তার ইউনিট বাচানোর ক্ষমতাও ততোধিক।
- পুরোনো তার, পুরনো যন্ত্র ব্যবহারে বিদ্যুৎ বিল বাড়ে। তাই ১০/১৫ বছরের পুরনো যন্ত্র বা তার ব্যবহার না। আধুনিক যন্ত্র ব্যবহার করুন।
- ঘন ঘন এসি চালু ও বন্ধ করবেন না। চালিয়ে কিছুক্ষণ পর বন্ধ করাই নিযম। এসি মেশিন রোদ-বৃষ্টির হাত থেকে বাচাতে ঢেকে রাখলে তাতে মেশিন খারাফ হয় তাড়াতাড়ি।
- দিনে এক ঘন্ট ফ্রিজ বন্ধ রাখুন। এতে যন্ত্রও যেমন বিশ্রাম পাবে, বিদ্যুৎ বিলও বাচবে।
- আপনার যদি বেশি বিদ্যুৎ বিল আসে তাহলে আপনি সোলার প্যানেল ব্যবহার করতে পারেন। আপনার বাসা বা অফিসে সোলার প্যানেল স্থাপন করতে পারলে বিনামূল্যে লাইট,ফ্যান ব্যবহার করতে পারবেন।
- আপনি যদি ওয়াশিং মেশিন ব্যবহার করে থাকেন। তাহলে কিছু সাধারণ বিষয় মাথায় রেখে ওয়াশিং মেশিন ব্যবহার করুন। আপনি যখন এক সাথে অনেক কাপড় জমা করবেন তখন একসাথে সকল কাপড় ওয়াশ করবেন । প্রতিদিন একটা একটা করে কিংবা দিনে কয়েকবার ওয়াশিং মেশিন ব্যবহার করবেন না। এতে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে।
- আপনি কম্পিউটার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে পরামর্শ দিবো ডেস্কটপ এর পরিবর্তে অবশ্যই ল্যাপটপ ব্যবহার করুন। এতে সুযোগ সুবিধা যেমন বেশি পাবেন তেমনি বিল ও অনেক কম আসবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url