সর্বশ্রেষ্ঠ জিকির সমূহ -আলহামদুলিল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহে’র ফজিলত
যিকর শব্দের বাংলা আভিধানিক অর্থ হচ্ছে, স্বরণ। আল্লাহর স্বরণে যে সব শব্দ বা বাক্য মুখে উচ্চারণ করে বলতে হয়, সাধারণতঃ শরীয়ার পরিভাষায় তাহাই যিকর। অবশ্য আন্তরিক স্বরণকেও যিকির বলে।
আল্লাহ বলেন,- (এবং তোমার প্রতিপালককে অধিক স্বরণ করবে এবং সকালে ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষনা করবে। ( আল ইমরান-৪১)
আরও পড়ুন : জেনে নিন সর্বশেষ্ঠ দোয়া-সুবহানাল্লাহ ও আল্লাহু আকবার পড়ার ফজিলত।
সর্বোত্তম যিকরঃ
জ্ঞানীগণ ঐক্যমত পোষন করেছেন যে, সব চেয়ে উত্তম যিকির হচ্ছে, কুরআনুল কারীম। ইমাম নবভী বলেনঃ জেনে রাখো, কুরআনের তিলাওয়াত সর্বশ্রেষ্ঠ যিকর আর তা হচ্ছে চিন্তা ও ভাবনার সাথে তিলাওয়াত করা। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে প্রমাণিত যিকর সমূহ ( দুআই মাসূরাহ) আর তা অনেক তন্মাধ্যে উত্তম হচ্ছে, { সুবহানাল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার}
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় বাক্য চারটি:
{ সুবহানাল্লাহু, ওয়াল হামদু লিল্লাহু ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়ল্লাহু আকবার। এর মধ্যে যার দ্বারায় শুরু কর না কেন কোন অসুবিধা নেই। ( মুসলিম)
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ সর্বোত্তম যিকর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু। ( ইমাম তিরমিযী) হাদিসটি কে হাসান বলেছেন এবং ইবনু হিব্বান ও হাকেম সহীহ বলেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন, আমি ও আমার পূর্বের নবীগণ সর্বোত্তম যা বলেছি তা হল , লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহূ লা-শারীকা লাহু।
প্রিয় নবীর ঘোষণায় সর্বশ্রেষ্ঠ জিকির ও দোয়া
জিকির এবং দোয়া আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ ইবাদত। আর এ জিকির এবং দোয়ার মধ্যেও রয়েছে পার্থক্য। হাদিসের পরিভাষায় তা প্রমাণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটি শ্রেষ্ঠ জিকির ও দোয়া তুলে ধরেছেন।
হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন,- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন', সর্বশ্রেষ্ঠ জিকির হলো "লা ইলাহা ইল্লাল্লাহু" আর সর্বশ্রেষ্ঠ দোয়া হল "আলহামদুলিল্লাহ"। (তিরমিজি, ইবনে মাজাহ ও মিশকাত)
শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহু
তাওহীদের স্বীকৃতি বাণীকে সর্বশ্রেষ্ঠ জিকির হিসেবে সাব্যস্ত করার কারণ হলো এ বাক্য ছাড়া ঈমান বিশুদ্ধ হয় না এবং মুসলমান হওয়া যায় না আর এই জিকির হলো ইসলাম ও ঈমানের অস্তিত্বের একমাত্র প্রধান মাধ্যম।
শ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ
এটিই শ্রেষ্ঠ দোয়া হিসেবে সাব্যস্ত হওয়ার কারণ হলো, এর শব্দ দ্বয়ের মধ্যে আল্লাহ তাআলার যাবতীয় প্রশংসা ও সকল নিহিত রয়েছে। মানুষ নিয়ে মত বরকতের কৃতজ্ঞতা স্বরূপ এর শব্দদয় পড়ে থাকে। যেভাবে আল্লাহ তায়ালা মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি নেয়ামত বাড়িয়ে দিব।
আল্লাহ তায়ালা উম্মতে মুসলিমাকে প্রিয় নবী সাঃ এর ভূষিত সর্বশ্রেষ্ঠ জিকির ও দোয়ার মাধ্যমে নিয়মিত জিকির দোয়া করে । তার আনুগত্য ও নৈকট্য লাভ করার তাওফিক দান করুন। আমীন
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url