সাবান কেন পানিতে গলে-আমরা কিভাবে শুনতে পাই-কিভাবে বরফ হয়
পোষ্ট সূচিপত্র
- মানুষ ও জন্তুরা সাতার কাটে কি করে ?
- বিমানে উঠার পূর্বে কলমের কালি ফেলে দেয়ার উপদেশ দেয়া হয় কেন ?
- আমরা কিভাবে শ্রবণ করি ?
- সাবান কেন পানিতে গলে যায় ?
- কিভাবে বরফ হয় ?
মানুষ ও জন্তুরা সাতার কাটে কি করে ?
মানুষের দেহ সম-আয়তন পানি অপেক্ষা হাল্কা কিন্ত মাথা ওজনে ভারি। সে কারনেই দেহ পানিতে সহজে ভাসে কিন্ত মাথা ডুবে যেতে চায়। হাত- পা নাড়িয়ে পানিতে চাপ দিয়ে মাথা পানির বাহিরে রাখতে পারার নামই আসলে সাতার কাটা। অন্যদিকে বেশিরভাগ জন্তদের মাথা সম-আয়তন পানি অপেক্ষা হাল্কা কিন্ত দেহ ওজনে ভারী হয়, তাই সে সব জন্তরা সহজেই সাতার কটাতে পারে। আর এ কারনেই ভাসমান মৃত মানুষের মাথা পানিতে ডুবে থাকে।
বিমানে উঠার পূর্বে কলমের কালি ফেলে দেয়ার উপদেশ দেয়া হয় কেন ?
ভু-পৃষ্ঠে কলম ও কালি স্বাভাবিক বায়ুমন্ডলের চাপে কাজ করে। কলমের মধ্যে কালি বহনকারী টিউবের বাহিরের এবং ভিতরে বায়ুমন্ডলের একই চাপ বিদ্যামান থাকে কিন্ত বিমান উপরে উঠলে বায়ুর চাপ কমতে থাকে। ফলে টিউবের চারিদিকে বায়ু প্রসারিত হয়ে টিউবে চাপ দেয় এবং এবং কালি বাহির হয়ে আসতে থাকে। সেই জন্য বিমানে উঠার পূর্বে কলমের কালি ফেলে দিতে উপদেশ দেয়া হয়।
আমরা কিভাবে শ্রবণ করি ?
শব্দ তরঙ্গ সৃষ্টির পর তা কর্ণ পর্দাতে ধাক্কা দেয়। এই কম্পন কানের মধ্যে ডিম্বাকৃতি পর্দায় কম্পন তোলে । এটা অর্গান অব কর্টিনার মধ্যে দিয়ে সংবেদী কোষে অনুভূতি জাগায়। এই স্নায়ু অনুভূতি এবার সেরিব্রাল কর্টেক্সের শ্রবণের কেন্দ্রে পৌছায় আর মস্তিষ্কের সাহায্যে আমরা শুনতে পাই।
সাবান কেন পানিতে গলে যায় ?
সাবানটি পানিতে ডুবে আস্তে আস্তে গলে যাচ্ছে। এটা ঘটে কারণ এটা পানির অনুর সাথে বিক্রিয়া করে তার উপরের দেওয়ালের চাপে ভেঙ্গে ফেলতে পারে। পানির অণুর সাথে অণুর বন্ধনের তুলনায় বড় হয়ে তাই সাবান পানির অণুর দেওয়াল ভেঙ্গে পানি ডুবে যায় এবং আস্তে আস্তে গলতে থাকে।
কিভাবে বরফ হয় ?
আসলে যখন পানির তাপমাত্রা অত্যন্ত কমানো হয় তখনেএটি তার অবস্থার পরিবর্তন করে তরল থেকে কঠিনে পরিণত হয়। পানির এই অবস্থাকেই বরফ বলে। যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয় তাকে পানির হিমায়ক এবং এ প্রাক্রিয়াকে হিমায়িতকরণ বলে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url