দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির-ইসলামে বিপদের সময় করণীয়

যে দোয়াটি আমল করার দ্বারা সব ধরনের দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভ করা সম্ভব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপযুক্ত দোয়াটি শিখিয়ে দেন এবং তা সকাল সন্ধ্যায় পড়তে বলেন ।আবু উমামা বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই দোয়াটি পড়তে লাগলাম ফলে আল্লাহতালা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলো আদায় করে দিলেন ।

(আবু দাউ-১৫৫৭,হায়তুস সাহাবা-৭২৪)

আরও পড়ুনঃ শরীয়াতের নিয়ম অনুযায়ী সহবাস-স্বামী-স্ত্রীর ধর্মিয় বিধান অনুযায়ী সহবাসের নিয়ম।

বাংলা উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি, ওয়াল হুজনি ওয়া আউযুবিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউজুবিকা মিনাল যুবনি ওয়াল বুখুলি ওয়া আউজুবিকা মিন গলাবাতিত দিনি ওয়া কাহবির রিজালি।

বাংলা অর্থঃ

হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, যাবতীয় চিন্তা ও পেরেশানি থেকে । তোমার আশ্রয় প্রার্থনা করছি সব ধরনের অক্ষমতা ও অলসতা থেকে। আরও আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা ও কৃপণতা থেকে । প্রার্থনা করছি অত্যাধিক ঋণ ও ক্রোধ থেকে।

ফজিলত

হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে আনসারী একজন লোককে দেখতে পেলেন। যার নাম আবু উমামা।  রাসূল পাক সাঃ তাকে বললেন, আবু উমামা! ব্যাপার কি? নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে।

আবু উমামা বললেন, ইয়া রাসূলাল্লাহ অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে। তখন রাসুল সাঃ তাকে বললেন আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেবো যেগুলো বললে আল্লাহ তাআলা তোমার চিন্তা কে দূর করে দিবেন।

তিনি বললেন, যে ইয়া রাসূলাল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল সাঃ তাকে উপযুক্ত দোয়াটি শিখিয়ে দেন এবং তা সকাল সন্ধ্যা পড়তে বলেন। আবু ও উমামা বলেন, আমাকে রাসুল (সাঃ) এই দোয়াটি পড়ালেন ও  আদায়  করার নিয়ম শিখিয়ে দিলেন । (আবু দাউদ ১৫৫৫)

মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম যে দুই ধরনের পাত্রে খাবার খেতে নিষেধ করেছেনঃ

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাম উনার উম্মতদের জন্য সকল দিক নির্দেশনা দিয়ে গেছেন। কিভাবে নামাজ আদায় করতে হয়, কিভাবে রোজা পালন করতে হয়, কিভাবে যাকাত আদায় দিতে হয়, কিংবা কিভাবে চললে সারাজীবন সৎ পথে বা ন্যায়ের পথে থেকে মহান আল্লাহ তাআলার ইবাদত করা যায়। মানুষের সালাম সকল দিক নির্দেশনার মধ্যে কি ধরনের পাত্রে খাবার খেতে হবে তারও একটি নির্দেশনা নিয়ে গেছেন তিনি ।

হাদিসের বাংলা অর্থঃ

হুজাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম শোনা ও রুপার পাত্রে  পান বা আহার করতে আমাদেরকে নিষেধ করেছেন এবং চিকন মোটা রেশন কাপড় পরিধান করতে নিষেধ করেছেন । (বুখারী ৫৪২৬, ৫৬৩২, ৫৬৩৩, ৫৮৩১, ৫৮৩৭, মুসলিম ২০৬৭, তিরমিজি ১৮৭৮, নাসাঈ ৫৩০১, আবু দাউদ ৩৭২৩)

আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম মহান আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বহু বিপদের সম্মুখীন হয়েছেন। বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। অনেক জুলুম, অন্যায় ,অত্যাচার পাড়ি দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন। বিপদের সময় মহানবী সাঃ এই তিনটি দোয়া পাঠ করতেন সেই দোয়াগুলো উম্মতদেরও পাঠ করতে বলেছেন।

দোয়া তিনটি হল

১. সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বলেন, নবীজি সাল্লাল্লাহু সাল্লাম এর দুঃখ-কষ্টের সময় বলতেন ”লা ইলাহা ইল্লা আমতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন” (দোয়া ইউনুস)

বাংলা অর্থ

একমাত্র তুমি ছাড়া কোন মাবুদ নেই। তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিশ্চয়ই আমি সীমালংঘনকারী। (তিরমিজি: ৩৫০০)

. আসমা বিনতে উমাইর রা. থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা পেরেশানের মধ্যে পড়বে। সাহাবী বললেন অবশ্যই শেখাবেন নবীজি বললেন, দোয়াটি, হচ্ছে ”আল্লাহু আল্লাহু রব্বিলা উশরিকুম বিহি সাইয়ান”

বাংলা অর্থ 

আল্লাহ আল্লাহ আমার প্রতিপালক । আমি তার সঙ্গে কোন কিছু শরিক করি না।  (আবু দাউদ ১৫২৫)

৩. আনাস থেকে বর্ণিত, নবী সা. বলেন,-  ”আল্লাহুম্মা লা সাহলা ইল্লা লাহ ইল্লা মা জায়ালতাহু শাহালান, ওয়ানতা তাজআলুন হুজনা শাহালান ইয়া শিইতা”

বাংলা অর্থ

ইয়া আল্লাহ!  কোন বিষয় সহজ নয়।  হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও।  যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও।  (ইবনে  হিম্বান:- ৯৭৪)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url