বাচ্চাকে মাটিতে খেলতে দিন-বাচ্চাকে মাটিতে মিশতে দিন

বাচ্চাদের আগলে রাখতে চান সব বাবা-মা। কোনো রকম রোগ-জীবাণু থেকে যত বেশি সম্ভব বাচ্চাদের দূরে রাখতে চান সবাই। সন্তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ইদানিং কত ধরনেরই না পণ্য বাজারে মেলে। কিন্ত নতুন একটি গবেষণা বলছে, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যত বেশি জীবাণুমুক্ত রাখা হয়, ততই সেই শিশুদের লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে।  

বাচ্চাকে মাটিতে খেলতে দিন-বাচ্চাকে মাটিতে মিশতে দিন

একটা শিশু যত বেশি ময়লা-নোংরা ঘেটে সংক্রমিত হবে, ততই তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আর এটা কিন্ত জন্মের প্রথম বছর থেকেই খেয়াল রাখতে হবে অভিভাবকদের।

আরও পড়ুন:- শিশুর গ্যাস্ট্রিক সমস্যা  দেখা দিলে করণীয়।

‘নেচার রিভিউস ক্যান্সার‘ নামক একটি জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে। রোগ-জীবাণুমুক্ত শৈশব ধীরে ধীরে লিম্ফব্লাস্টিক লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়িয়ে তোলে।

অবশ্যই প্রথম সম্ভাবনা বাড়িয়ে তোলে জন্মের আগের জেনেটিক মিউটেশন। আর পরের প্রবণতা তৈরি হয় কিছু সংক্রমন যা পরে শরীরকে আক্রান্ত করে। শৈশব একেবারে সংক্রমন ছাড়া হলে পরবর্তীতে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশ খানিকটা বেড়ে যায়।

বিশষজ্ঞরা বলছেন, যে শিশুরা জন্মের প্রথম বছর অন্য শিশুর সংস্পর্শ বা জীবাণুবাহিত রোগে আক্রান্ত হয় না তাদের পরবর্তীতে লিম্ফব্লাস্টিক লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটি একটি বিশেষ ধরনের রক্তের ক্যান্সার, যা শিশুদের ৪ বছর বয়সের মধ্যে হতে পারে। সঠিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে তৈরি না হওয়ার কারণেই এই প্রবণতা বাড়ে বলে দাবি গবেষকদের।

আরও পড়ুন:- শীতে শিশুর সুরক্ষায় ১১টি করণীয়।

তাই সন্তানকে আগলে রাখলেও তাকে স্বাভাবিক জীবন দিন। মাঠে-ঘাটে মাটি-কাদার সাথে খেলতে দিন। এসবই প্রকৃতির অংশ। এর থেকে আলাদা রাখলে বিপদ আছে বলেই সবাধান করে দিচ্ছেন বিজ্ঞানীরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url