খাদ্যনালীর ক্যান্সারের চিকিৎসা-খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধ- ক্যান্সারের লক্ষণ

খাদ্যনালীর ক্যান্সার

খাদ্যনালী হচ্ছে ফাপা বা নল আকৃতির অঙ্গ যার মধ্য দিয়ে খাদ্য ও পানীয় গলা থেকে পাকস্থলীতে যায়। লালা গ্রন্থি থেকে লালা নি:সৃত হয়ে খাদ্য দ্রব্যকে পিচ্ছিল করে এবং খাদ্য গলাধ:করণে সাহায্য করে। খাদ্যনালী শ্বাসনালীর পিছনে অবস্থিত। প্রাপ্তবয়স্ক মানুষের খাদ্যনালী ১০ ইঞ্চি লম্বা হয়।

খাদ্যনালীর ক্যান্সারের চিকিৎসা-খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধ- ক্যান্সারের  লক্ষণ

খাদ্যনালীর কোষের অস্বাভাবিক বৃদ্ধিকে খাদ্যনালীর ক্যান্সার বলে। খাদ্যনালীর যে কোন জায়গায় ক্যান্সার হতে পারে, তবে নীচের অংশে বেশি হয়। 

44আরও পড়ুন : সুস্থ থাকতে চাইলে, কিডনির পাথর থেকে মুক্তির ৭টি উপায় জেনে নিন।

পোস্ট সূচিপত্রঃ

  • খাদ্যনালীর ক্যান্সার
  • খাদ্যনালীর ক্যান্সারের লক্ষণ :
  • খাদ্যনালীর ক্যান্সার নির্ণয় :
  • খাদ্যনালীর ক্যান্সারের ধাপ :
  • খাদ্যনালীর ক্যান্সারের জটিলতা :
  • খাদ্যনালীর ক্যান্সারের প্রচলিত চিকিৎসা :
  • খাদ্যনালীর ক্যান্সারের বিকল্প চিকিৎসা :
  • খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধের উপায় :
  • খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধে ভিটামিন সি ও ভিটামিন ই :

              খাদ্যনালীর ক্যান্সারের লক্ষণ :

              • স্বরভঙ্গ
              • অবসাদগ্রস্ততা
              • শক্ত খাবার গিলতে না পারা
              • খাদ্যদ্রব্য গিলতে সমস্যা হওয়া
              • রক্তবমি  বা বমির সাথে রক্ত যাওয়া
              • খাদ্য উদগীরণ হওয়া বা বমি হওয়া
              • খাদ্য গলাধ:করণের সময় ব্যাথা লাগা

              খাদ্যনালীর ক্যান্সার নির্ণয় :

              • এন্ডোস্কপি
              • এক্স-রে
              • বায়োপসি

              খাদ্যনালীর ক্যান্সারের ধাপ :

              প্রথম ধাপ:  খাদ্যনালীর সবচেয়ে উপরের আবরণ আক্রান্ত হয়। 

              দ্বিতীয় ধাপ: খাদ্যনালীর আবরণের গভীরে প্রবেশ করে এবং কাছাকাছি লসিকাগ্রন্থি আক্রান্ত হয়।

              তৃতীয় ধাপ:  এ ধাপে খাদ্যনালীর সবচেয়ে গভীরের আবরণ আক্রান্ত হয়।

              চতুর্থ ধাপ:  এ ধাপে ক্যান্সার শরীরের অন্যান্য অংশে আক্রমণ করে।

              খাদ্যনালীর ক্যান্সারের জটিলতা :

              • খাদ্য গলধ:করণে বাধা পাওয়া
              • খাদ্যনালীতে ব্যথা হওয়া
              •  খাদ্যনালী থেকে রক্তক্ষরণ
              • কাশি দেখা দিতে পারে

              খাদ্যনালীর ক্যান্সারের প্রচলিত চিকিৎসা :

              • কেমোথেরাপি
              • রেডিয়েশন থেরাপি
              • সার্জারি-ইসোফ্যাগেকপমী

              খাদ্যনালীর ক্যান্সারের বিকল্প চিকিৎসা :

              • আকুপাংচার
              • হিপনোসিস
              • ম্যাসাজ

              খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধের উপায় :

              • ধূমপান থেকে বিরত থাকা
              • শরীরের ওজন নিয়ন্ত্রন রাখা
              • এলকোহল পান করা থেকে বিরত থাকা
              • বেশি গরম খাবার না খাওয়া
              • শাক-সবজি, ফলমূল বেশি করে খাওয়া
              • তামাক, সাদা পাতা, জর্দা খৈনি, গুল ইত্যাদি না খাওয়া

              খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধে ভিটামিন সি ও ভিটামিন ই :

              সাম্প্রতিক কালে বিভিন্ন জরিপ হতে জানা যায় যে,  বাংলাদেশের মত ‍উন্নয়নশীল দেশগুলোতে ক্যান্সার আক্রান্তদের প্রায় ৫ শতাংশই আক্রান্ত হয়ে থাকে খাদ্যনালীর ক্যান্সারে। তাই খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধে আমাদের অনেক বেশি সচেষ্ট হওয়া উচিত। 

              বিশ্বব্যাপী চলছে খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধের উপর অসংখ্য গবেষণা। আর সেই সকল গবেষণালব্দ তথ্য থেকে জানা যায় যে, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাদ্যনালীর ক্যান্সারের ঝুকি প্রায় ৫২ শতাংশ হ্রাস করে। তাই আমরা যদি ভিটামিন সি সমৃদ্ধ লেবু জাতীয় ফল ( লেবু, কমলা , জাম্বুরা ) পেয়ারা, আমলকী, কামরাঙ্গা, কাচা মরিচ ইত্যাদি খাই তবে খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধ করতে পারবো। 

              শুধু ভিটামিন সি নয় ভিটামিন ই খাদ্যনালীর ক্যান্সারের ঝুকি প্রায় ৭৫ শতাংশ হ্রাস করে। এ কারণে খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধে আমাদের ভিটামিন ই সমৃদ্ধ পালং শাক, বাদাম, ভুট্রা, দুধ এবং বিভিন্ন প্রকার সবুজ শাক-সবজি গ্রহণ করা খুবই প্রয়োজন। 

              এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

              পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
              এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
              মন্তব্য করতে এখানে ক্লিক করুন

              অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

              comment url