বুদ্ধি বাড়ানোর ১৫টি উপায়-বুদ্ধি বাড়ানোর ১৫টি কৌশল

সবচেয়ে বাস্তব কথা হচ্ছে যে, পৃথিবীর সব মানুষ একই বুদ্ধি,জ্ঞান,মেধা নিয়ে জন্মগ্রহন করে না। তবে যার যতোটুকু বুদ্ধিমত্তা আছে, তার সম্পুর্ন ব্যবহার করেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা কর্ম ক্ষেত্রে সব খানে সফল হওয়া যায়। তাই আপনার ইন্টোলিজেন্স কোশেন্ট (আইকিউ) বাড়াতে হলে নিচের টিপস ফলো করতে পারেন।

বুদ্ধি বাড়ানোর ১৫টি কৌশলগত উপায়

বুদ্ধি কখনোওটা বংশ পরস্পরায় প্রভাহিত হয় না। বুদ্ধিমত্তার একটি প্রধান ‍উপাদান মানসিক বয়স। মানসিক বয়সের দুটি উপাদান রয়েছে। প্রথম টি জন্মগত অপরটি বংশগত, সংস্কৃতি, শিক্ষা, গ্রাম ও শহরভেদে জীবিকা, সামাজিক ও অর্থনৈতিক মান ইত্যাদির প্রেক্ষিতে অর্জিত। 


অভিজ্ঞতা, সুস্বাস্থ্য বুদ্ধিমত্তার জন্য প্রয়োজন হলেও বুদ্ধিমত্তা উন্নয়নে চাই কিছু অনুশীলন। নিম্মে কয়েকটি কার্যকরী টিপস উল্লেখ করা হল। এগুলো অনুশীলন করলে বুদ্ধিমত্তা বাড়বে।

বুদ্ধি বাড়ানোর ১৫টি কৌশলঃ-

· 
  • সব সময় চোখ-কান খোলা রাখুন। যা দেখছেন শুনছেন তা নিজস্ব বুদ্ধি দিয়ে বিশ্লেষন করার চেষ্টা করুন। এতে মস্তিষ্কের গ্রে ম্যাটারের ( বুদ্ধি স্মৃতি অঞ্চলে) “অ্যাসোসিয়েশন ফাইবারের রিফ্লেক্স বাড়ে। এগুলো আরো সক্রিয় হয়।
  • ম্যালনিউট্রিশন বা অপুষ্টিতে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। তাই সব সময় সুষম খাদ্য খাওয়ার চেষ্টা করুন।
  • কেউ কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে না গিয়ে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন।
  • ছেলে বা মেয়ে যে বিষয়ে পড়তে আগ্রহী তাকে সে বিষয়ে পড়তে দিন। যে সাহিত্য  ভালোবাসে  তাকে  জোর করে  কম্পিউটার ইঞ্জিনিয়ার তৈরী করার চেষ্টা করলে কখনও ফল    ভালো হবে না ।
  • মস্তিষ্কের সব চেয়ে বড় ব্যায়াম হচ্ছে চোখ, কান খোলা রাখা।
  • ভেষজ উদ্ভিদে বুদ্ধি বাড়ায়, যেমন- ব্রাহ্মী, থানকুনি, শঙ্খপুষ্পী।
  • বাচ্চাদের ছবির বই, খেলনা দিয়ে প্রকৃতির কাছাকাছি থেকে ভালোবেসে ধৈর্য ধরে শেখালে     বুদ্ধিমত্তা বাড়ে।
  • সব সময় “ এটা  কারো“ ওটা কারো না। করলে বাচ্চার ব্যাক্তিত্ব ঠিকমত বিকশিত হতে পারে না। বোকাটে হয়। মানসিক বিকৃতি দেখা দিতে পারে।
  • ইন্দ্রিয়ের ক্রটি যথা চোখে কম দেখা, কানে কম শোনা যদি দূর করা যায় তাহলেও বুদ্ধিমত্তা বাড়বে।
  • মানসিক ভাবে পীড়াদায়ক অন্যান্য প্রতিকুল অবস্থা দুর করলেও বুদ্ধিমত্তা বাড়বে।
  • যারা মানসিকভাবে দ্রুত গতি সম্পন্ন নয় অনুশীলনের মাধ্যমে যদি গতি আনা যায় তাহলে বুদ্ধিমত্তা বাড়বে। 
  • দ্রত সিদ্ধান্ত নেয়া বা সমস্যা সমাধানের জন্য যুক্তি প্রয়োগের অনুশীলন অবশ্যই বুদ্ধিমত্তার মান উন্নয়ন করবে।
  • তাই সব সময় চোখ, কান খোলা রেখে চারদিকে কী ঘটছে তা নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষন করার চেষ্টা করুন, বুদ্ধিমত্তা বাড়বে।
  • খাবারের মধ্যে কমলা ও ভিটাসিন সি সমৃদ্ধ ফল খেতে হবে  নিয়মিত । এতে মস্তিষ্ক উন্নত হয়।
  • অ্যালকোহল, মাদক, ধুমপান এসব বদ অভ্যাসগুলো ঝেড়ে ফেলতে হবে।  কারন তা ব্রেন সেলের ক্ষতি করে আইকিউ ভোতা করে দেয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url