শিশুর ফোঁড়া ও প্রতিকার
শিশুদের ফোঁড়া
শিশুদের ফোঁড়াহওয়া একটি সাধারণ ব্যপার বলা চলে। ফোঁড়া হলে সংশ্লিষ্ট জায়গায় লালাভ হয়ে যায়। গ্রীস্মকালে শিশুদের চুলের গোড়ায় অথবা ঘর্মগ্রন্থিতে ছোট ছোট ফোঁড়া উঠতে দেখা যায়।
ফোঁড়ার কারন
স্ট্যাফাইলোকক্কাসের কারনেই ফোঁড়া দেখা যায়। উক্ত জীবাণু ঘর্মগ্রন্থি ও চুলের গোড়ায় প্রবেশ করে ফোঁড়া সৃষ্টি করে।
ফোঁড়ার লক্ষন
ফোঁড়া দেহের যেকোনো অংশে হতে পারে। সাধারনত ভ্রুতে, ঘাড়ের পেছনে ও নিতম্বের উপরে হয়ে থাকে। ফোঁড়া চোখের ওপরে ও নাকে হলে তা ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে। উক্ত অঙ্গগুলো সরাসরি মস্তিষ্কের সাথে সংযুু্ক্ত থকে। ফোঁড়া থেকে বিষাক্ত রস মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে। কখনো একটি মাত্র ফোঁড়া থাকে একাধিক ফোঁড়ার জন্ম হতে পারে। ফোঁড়া হলে ব্যাথা হয় ও জ্বর হয়।
শিশুর ফোঁড়া নিরাময়ে প্রাকৃতিক চিকিৎসা
নিমতেল ও কালোজিরার তেল এক সাথে মিশিয়ে ফোঁড়া স্থানে দিনে দুই বার লাগাতে হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url