মস্তিষ্কের রোগ
মস্তিষ্কের বা ব্রেইন কিভাবে গুরুত্বপুর্ন কাজ সমাধান করে তা বুঝতে হলে ব্রেইনের ক্ষমতা প্রকাশকারী ৪টি মাপকাঠি সম্পর্কে থারনা থাকা প্রয়োজন। ব্রেইনের ৪টি মাপকাঠি হলো।
ভোল্টেজ
কোন উদ্দিপনায় সাড়া দেওয়া ও তথ্য প্রদানে ব্রেইনের কার্যকরী মাপকাঠি হল এই ভোল্টেজ। পুর্ণ চেতনা থেকে গভীর ঘুম পর্যন্ত প্রতিটি পর্যায়, আবেগ, অনুভুতি, শরীরের নানাবিধ চাহিদা ও খাবার-দাবার হজমের ব্যাপারটিও ভোল্টেজের মাধ্যমে নির্ধারিত হয়।
স্পীড বা গতি
মানুষের চিন্তা করার ক্ষমতার মাপকাঠি হলো এই স্পিড বা গতি। স্পিড বা গতি বাড়লে স্মৃতিশক্তি, বুদ্দিমত্তা এমনকি আচরণেরও আশ্চর্যজনক পরিবর্তন আসে। আর এই স্পিড কমে গেলে মানুষ ভুলোমনা হয়ে যায়। যা ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম রোগের সূচনা করে।
হৃদম বা ছন্দ
ব্রেইনের দুটি অংশে সাম্যতা বিধানকারী হৃদম বা ছন্দ ব্রেইনের সংকেত পাঠানো বা গ্রহন করার ক্ষমতাকে প্রকাশ করে। এই হৃদম বা ছন্দ বিঘ্নিত হলে ভয়, উদ্বেগ বা রুক্ষতা প্রকাশ পায়। এটা ব্যথার অনুভুতিকেও প্রভাবিত করে।
সিনক্রোনি
সিনক্রোনি দুটি হেমিস্ফিয়ারের মধ্যে ব্রেইন থেকে তৈরি হওয়া ৪টি ভিন্ন তরঙ্গের সাম্যতা বিধানকারী ক্ষমতাকে প্রকাশ করে।িএই সম্যবস্থার ব্যতিক্রম হলে বিষন্নতা , দিনের বেলায় ভয় পাওয়া ও রাতের ঘুমের সমস্যা হওয়া প্রভুতি অস্বাভাবিকতা প্রকাশ পায়।
ব্রেইন ্উপরোক্ত ৪টি মাপকাঠির দ্বারা সমস্ত শরীরের ওপর তার নিয়ন্ত্রনের ক্ষমতাকে প্রকাশ করে। এই চার প্রকার ক্ষমতা প্রকাশ করতে এবং সমন্বয় ঘটাতে ব্রেইন চারটি বৈদ্যুতিক কোডের সাহায্য নেয়। এই চার প্রকার বৈদ্যুতিক কোড হল-ব্রেইনের অভ্যন্তরে নির্দিষ্ট স্থানে তৈরী হওয়া বিদ্যুৎ উৎপন্নকারী চার প্রকারের নিউরোট্রান্সমিটার । এগুলোর মাধ্যমে ব্রেইন বিভিন্ন অঙ্গে হরমোন নি:সরনের বার্তা পাঠায় এবং পৃথকভাবে ব্রেইনের এই কোডগুলো দ্বারাই নির্ধারিত হয়। আর ব্রেইন সকল অঙ্গের বয়স নিয়ন্ত্রন করে।
মস্তিষ্কের রোগসমূহ
- মাইগ্রেন
- ডিপ্রেশন জনিত মাথা ব্যথা।
- নিউরালজিয়া
- টেম্পোরাল আর্থ্রাইটিস
- অ্যালঝেইমার্স ডিজিজ
- মেনিয়
- অ্যানুইরিসর্স
- অটিজম
- সেরিব্রাল পালসি
- কোমা
- ডিমেনশিয়া
- ডিসটোনিয়া
- এনক্যাফালইটিস
- ইপিলেপসি
- এসেনসিয়াল ট্রিমর
- হাইড্রোসেফলাস
- মেনিনজাইটিস
- মেনিনগোকক্কাল রোগ
- নার্কোলেপসি
- গুলেনবারি সিন্ড্রোম
- পারকিনসনস রোগ
- হোমারোজ
- পেরিফেরাল নিউরোপ্যাথি
- ডেলিরিয়াম
- ট্রানসিয়েন্ট ইসকেমিক অ্যাটাক
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url