বদহজম কি- বদহজমের লক্ষণ-বদহজমের চিকিৎসা


বদহজম কি ?

বদহজম পরিপাকতন্ত্রের একটি অতি পরিচিত সমস্যা ।  এই সমস্যায় যে কোন  বয়সের নারী পুরুষ ভুগতে পারেন । 
সাধারনত বদহজম হলে পেটে ব্যাথা বা অসস্তি হয়। সাধারন বাংলায় বদহজম হচ্ছে অসম্পুর্ন হজম প্রক্রিয়া । বদহজম হলে কখনো কখনো বমি বমি ভাব হয়, তলপেটে ভার ভার বোধ হয়ে থাকে, টক ঢেকুর ‍ উঠে, কখনো বমি হয়। এছাড়াও বদহজম হলে মানসিক কিছু পরিবর্তন ঘটে। যেমন- রাগভাব, ্উদ্বিগ্নতা, মানসিক বিষন্নতা ও দুঃভাব। 

বদহজমের  কারন ঃ
বদহজম হওয়ার অনেক কারন থাকতে পারে।  যেমন ক্ষুধা না লাগতেই খাওয়া , বারবার খাওয়া, অতিরিক্ত পরিমাণে খাওয়া,চা-কপি বেশি খাওয়া, চর্বিযুক্ত বা তৈলাক্ত খাবার বেশি খাওয়া, মধ্যপান, ধুমপান, ঝাল ও অতিরিক্ত মসলাযুক্ত খাবার গ্রহন, কম আশযুক্ত খাবার, রাগ, উদ্বিগ্নতা, দু:খ, চিন্তা ইত্যাদি। এছাড়াও পাকস্থলির ক্ষত , পাকস্থলীর প্রদাহ, পিত্তথলির পাথর, অগ্নাশয়ের প্রদাহ, প্যানক্রিয়াসের ক্যান্সার এবং ব্যথানাশক ক্যন্সার এবং প্রদাহ, টিউমার , কোলন ক্যান্সার, রেনাল ফেইলিওর, কিছু ঔষুধ সেবন যেমন- ডিজক্সিন, এ্যালকোহল, মানসিক উত্তেজনা ও অবসাদ ইত্যাদি কারনেও বদহজম হতে পারে। 




বদহজমের  লক্ষনসমুহ  ঃ
বদহজমের লক্ষনসমুহ যেমন-খাবার খাওয়ার 2 হতে ৪ ঘন্টার মধ্যে পেট ব্যাথা, পেট ফাপা, পেটের মধ্যে শব্দ হওয়া, মুখ দিয়ে বা মলদ্বার দিয়ে দুর্গন্ধযুক্ত বায়ু নি:সরণ হওয়া, বমি বমি ভাব বা বমি, ক্ষুধামান্দ্য, তরল মলত্যাগ হতে পারে বা নাও হতে পারে।

বদহজমের  প্রাকৃতিক  চিকিৎসা  ঃ
বদহজম থেকে মুক্তি পেতে আমরা আমাদের হাতের কাছের ভেষজসমুহ সেবন করে মুক্তি পেতে পারি।  চলুন নিচে আমরা কিছু ভেষজ নিয়ে আলোকপাত  করি--
  • কালোজিরা  ঃ
হজম প্রক্রিয়ার নানা সমস্যা দুর করতে অত্যন্ত কার্যকর। ১ চ-চামচ কালোজিরা ১ গ্লাস পানিতে সিদ্ধ করে তার নির্যাস ১ চা-চামচ তাজা ধনিয়া পাতার রসে মিলিয়ে ১ চিমটি লবনসহ প্রতিদিন খাওয়ার পর দু’বার খেলে বদহজম সেরে যায়।
  • পুদিনা  ঃ
পুদিনা পাতার রস দিনে ২ বা ৩ বার ১ চা-চামচ করে সেবন করলে বদহজম সেরে যায়।
  • ধনিয়া  ঃ
১ থেকে ২ চা-চামচ ধনিয়া পাতার রস দধির সাথে মিশিয়ে খেলে হজমগত সমস্যা যেমন- বদহজম, বমি,বমি বমি ভাব ও আমাশয়ের উপকার পাওয়া যায়। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url